কান্দিতে ভিড় করে মূর্তি উন্মোচন! বিরোধীদের অভিযোগ ওড়ালেন পুর প্রশাসক

একদিকে ভাইরাস সংক্রমণ বেড়ে চলেছে। পরিস্থিতি সামাল দিতে বিশেষজ্ঞদের পরামর্শ মেনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সপ্তাহে দুদিন করে সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন। সেই জায়গায় কান্দি পুরসভায় রীতিমতো জমায়েত করে হল মূর্তি উন্মোচন। সোমবার, শাসকদলের নেতা কান্দি পুরসভার প্রশাসক তথা উত্তরবঙ্গ পরিবহন সংস্থার সভাপতি অপূর্ব সরকারের উপস্থিতিতেই সামাজিক দূরত্বকে উপেক্ষা ও জমায়েত করে পুরসভার পক্ষ থেকে কান্দি রাজ কলেজে এপিজে আবদুল কালামের আবক্ষ মূর্তি উন্মোচন হয়। এই শুরু হয়েছে সমালোচনা। বিরোধীদের প্রশ্ন, কান্দিতে সংক্রমণ বেড়ে চলেছে সেই জায়গায় দাঁড়িয়ে কীভাবে পুর প্রশাসক এই জমায়েতের অনুমতি দিলেন? যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অপূর্ব সরকার। তাঁর মতে, মানুষের কাজ না করে বাড়ি বসে রাজনীতি করছে বিরোধীরা। আনলক পর্বে বাড়ি বসে থাকার কথা নয়। প্রয়োজনে বাইরে বেরিয়ে কাজ করার কথা, সেটাই তাঁরা করছেন। আর সবাই যথেষ্ট সুরক্ষা নিয়ে এসেছেন।

Previous articleপুরনো রেকর্ড ভাঙল সুশান্তের দিল বেচারা
Next articleআবার বাড়ল কলকাতার কন্টেনমেন্ট জোন