Monday, August 25, 2025

২০২৩ বিশ্বকাপ পর্যন্ত বিসিসিআই শীর্ষ পদে সৌরভকে চান সানি

Date:

Share post:

লোধা কমিটির সুপারিশ অনুযায়ী শেষ হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই প্রেসিডেন্টের মেয়াদ। সিএবি ও বিসিসিআই প্রশাসক হিসেবে একটানা ৬ বছরের মেয়াদ পূর্ণ হলো সৌরভের। এবার বাধ্যতামূলক “কুলিং অফ পিরিয়ড”-এ যেতে হবে প্রাক্তন ভারত অধিনায়ককে। আর এই নিয়মকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে আবেদন করেছেন সৌরভ। অগাস্ট মাসে এই মামলার শুনানি হওয়ার কথা আছে। ততদিন পর্যন্ত অবশ্য প্রশাসক হিসেবে বিসিসিআই প্রেসিডেন্ট পদে আসীন থাকতে পারবেন সৌরভ।

শীর্ষ আদালতের রায় কী হবে জানা নেই। তবে এরই মধ্যে সৌরভকে একজন দক্ষ প্রশাসক তকমা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটমহল তাঁকে পরবর্তী আইসিসি চেয়ারম্যান হিসেবে দেখতে চাইছে। তবে আরেক প্রাক্তন ভারত অধিনায়ক তথা ১৯৮৩ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য সুনীল গাভাসকর মনে করছেন, এখনই সৌরভের আইসিসির পথে পা বাড়ানোই উচিত। সানি চাইছেন, আরও কয়েক বছর
বিসিসিআই প্রেসিডেন্ট পদেই বহাল থাকুন সৌরভ। তাঁর দাবি, এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের প্রশাসক হিসেবে সৌরভের মতোই একজন ব্যক্তিত্বকে প্রয়োজন।

এক্ষেত্রে কিংবদন্তি গাভাসকর তাঁর যুক্তি হিসেবে একটা সময়সীমা উল্লেখ করেছেন। সানির কথায়, অন্ততপক্ষে আগামী ২০২৩ আইসিসি বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ পদে থাকুন সৌরভ। ২০২৩ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতের মাটিতেই।

বিসিসিআই প্রেসিডেন্ট ও সৌরভ প্রসঙ্গে সানি বলেন, “আমি প্রশাসক সৌরভ গঙ্গোপাধ্যায় ও তাঁর টিমকে ভারতে অনুষ্ঠিত ২০২৩ আইসিসি বিশ্বকাপের শেষ পর্যন্ত বোর্ডের ক্ষমতায় দেখতে চাইব। জাতীয় দলের অধিনায়ক হয়ে যেভাবে একটা অন্ধকারের মধ্যে থেকে ভারতীয় ক্রিকেটে আলোর দিশা দেখিয়ে ক্রিকেটপ্রেমীদের মনে বিশ্বাস ফিরিয়েছিল সৌরভ, ঠিক একইভাবে বোর্ড সভাপতি হিসেবে সে ও তার টিম বিসিসিআইয়ের প্রশাসনকেও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলেই বিশ্বাস করি। তবে দেখা যাক আদালত কী রায় দেয়”।

spot_img

Related articles

পুণ্যের টানে ৬১জন একই ট্রাক্টরে! ট্রাকের ধাক্কায় যোগীরাজ্যে মৃত ৮

একটি ট্রাক্টরে একসঙ্গে ৬১ জন। সকলেই পুণ্যার্থী। উত্তর প্রদেশ থেকে রাজস্থানে পুণ্য লাভের আশায় যাওয়ার পথে ট্রাক্টরে ট্রাকের...

মহিলা সংঘের ভোটে বিপুল জয় তৃণমূলের, অন্য সমিতিতে জিতেই নন্দীগ্রামে ‘তাণ্ডব’ বিজেপির!

নন্দীগ্রামের সমবায় নির্বাচনে একদিকে নাটশাল–১ মহিলা সংঘে বিপুল জয় পেল তৃণমূল, অন্যদিকে বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড...

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...