Tuesday, August 26, 2025

আইপিএস-এর ক্যাডার বদলে গড়িমসি, রাজ্য পুলিশকে জরিমানা হাইকোর্টের

Date:

Share post:

আইপিএস অফিসারকে তিন বছর ধরে ক্যাডার পরিবর্তনে ছাড়পত্র না দেওয়ায় জরিমানার মুখে পড়ল রাজ্য পুলিশ। পশ্চিমবঙ্গ ক্যাডারের ওই মহিলা আইপিএস অফিসার তিন বছর ধরে ক্যাডার পরিবর্তনের আবেদন করেন। কিন্তু তার ছাড়পত্র না দেওয়ায় রাজ্য পুলিশকে ২০ হাজার টাকা জরিমানা করেছে দিল্লি হাইকোর্ট। বিচারপতি বিপিন সাঙ্ঘি এবং বিচারপতি রজনীশ ভাটনগরের ডিভিশন এক রায়ে বলেছেন, হাইকোর্টের আদেশেই  2013 ব্যাচের ওই অফিসার ওড়িশা ক্যাডারে যোগ দিতে পারবেন। এর জন্য রাজ্য পুলিশের আলাদা ছাড়পত্রের প্রয়োজন নেই। ওড়িশা সরকারও যাতে দিল্লি হাইকোর্টের আদেশকেই ‘ছাড়পত্র’ হিসেবে গণ্য করে, সেই নির্দেশও দিয়েছে ডিভিশন বেঞ্চ।

2013 ব্যাচের আইপিএস অফিসার লোগান্যায়াগি দিব্যা ভি পশ্চিমবঙ্গ ক্যাডারে যোগ দেন। কিন্তু ওড়িশা ক্যাডারের আইপিএসের সঙ্গে তাঁর বিয়ে হওয়ায় তিনি সেই রাজ্যে যেতে চান। এই আবেদনে পশ্চিমবঙ্গ ও ওড়িশা সরকারের আপত্তি ছিল না। ফলে 2017-তে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দিব্যাকে ওড়িশা ক্যাডারে পাঠানোর নির্দেশ দেয়। কিন্তু অভিযোগ, দু’বছর পেরিয়ে গেলেও নবান্ন এ নিয়ে কোনও পদক্ষেপ করেনি। এরপরই ওই আইপিএস ক্যাট-এ আবেদন জানান। ক্যাট তাঁর আবেদন মেনে নিয়ে রাজ্যকে নির্দেশ দেয়। তারপরও দিব্যাকে ওড়িশা যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এরপর দিল্লি হাইকোর্টে মামলা করেন তিনি। গত ১২ জুন তিনি এক সন্তানের জন্ম দেন। শিশুটি ‘প্রিম্যাচিওর’ হওয়ায় তাঁর স্বামীর কাছে থাকা প্রয়োজন। কিন্তু এসব জেনেও রাজ্য পুলিশ তাঁকে না ছাড়ায় এ দিল্লি হাইকোর্ট সমালোচনা করে। পাশাপাশি রাজ্যের কোনও রকম অনুমোদন ছাড়াই সরাসরি ওড়িশাতে দিব্যাকে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে। রাজ্য পুলিশকে ২০ হাজার টাকা জরিমানাও করেছে দিল্লি হাইকোর্ট।

spot_img

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...