ভিমা-কোরেগাঁও মামলায় ফের গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্ত এজেন্সি এনআইএ। মাওবাদী যোগে গ্রেফতার করা হয়েছে দিল্লি ইংরেজি বিভাগের অধ্যাপক হ্যানি বাবু মুসালিয়ারভিত্তিল তারাইলকে। মঙ্গলবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়।

ওই অধ্যাপক গৌতম বুদ্ধ নগরের বাসিন্দা। এদিন রাতে বাড়ি থেকেই গ্রেফতার করা হয় তাঁকে। এনআইএ জানিয়েছে, ওই অধ্যাপক মাওবাদীদের মতাদর্শ প্রচার করতেন। মাওবাদীদের শীর্ষ নেতাদের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। ভিমা-কোরেগাঁওয়ে অন্যতম ষড়যন্ত্রী ছিলেন তিনি।
প্রসঙ্গত, ২০১৮ সালের জানুয়ারি মাসে ভিমা-কোরেগাঁও এলাকায় এক দলিত সমাবেশকে কেন্দ্র করে গোলমাল শুরু হয়। দক্ষিণপন্থী গোষ্ঠী এবং দলিতদের সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে মহারাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চল। এরপরই ন’জন মানবাধিকার কর্মীকে গ্রেফতার করে মহারাষ্ট্র পুলিশ। ২০১৮ সালের আগস্ট মাসে এই ঘটনায় পুণের পুলিশ প্রথম গ্রেফতার করে কবি তথা সমাজকর্মী ভারভারা রাওকে। প্রমাণের অভাবে।তাঁকে ছেড়ে দেওয়া হয়। ওই বছর নভেম্বর মাসে ফের গ্রেফতার করা হয় ভারভারা রাওকে। এই ঘটনায় একাধিক বুদ্ধিজীবী আইনজীবী অধ্যাপককে গ্রেফতার করা হয়েছে।
