Thursday, December 4, 2025

রাজস্থানের দলত্যাগী ৬ BSP বিধায়ককে হাইকোর্টের নোটিশ

Date:

Share post:

রাজস্থানে নতুন রাজনৈতিক সঙ্কট। বহুজন সমাজ পার্টির বা BSP-র প্রার্থী হিসেবে জিতেও কংগ্রেসে যোগ দিয়েছিলেন মায়াবতীর দলের ৬ বিধায়ক। এই ৬ জন প্রাক্তন BSP বিধায়ককে নোটিশ পাঠাল রাজস্থান হাইকোর্ট। BSP ও বিজেপির আবেদনের ভিত্তিতেই এই নোটিশ৷ একইসঙ্গে হাইকোর্টের নোটিশ গিয়েছে রাজস্থান বিধানসভার স্পিকারের কাছেও। ১১ আগস্টের মধ্যে এই নোটিশের জবাব দিতে হবে তাঁদের।

সদ্য বরখাস্ত উপমুখ্যমন্ত্রী শচীন পাইলট ও তাঁর ঘনিষ্ঠ শিবিরের বিদ্রোহের জেরে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের কুর্সি কার্যত টলমল করছে৷ BSP-র ৬ বিধায়কের কংগ্রেসে যোগদান নিয়ে আদালতের সিদ্ধান্ত তাই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই যোগদান কোর্ট অবৈধ ঘোষণা করলে গোটা দেশের অসংখ্য দলবদলু বিধায়ক ঝামেলায় পড়তে পারেন৷

রাজস্থানে শেষ পর্যন্ত গেহলট ক্ষমতা ধরে রাখতে পারবে কি না, এই মামলার উপর তা অনেকটাই নির্ভর করবে। রাজস্থান BSP-কে গত বছরের সেপ্টেম্বরে কংগ্রেসের সঙ্গে মিশিয়ে দিয়েছিলেন এই ৬ বিধায়ক। পাইলট শিবিরের বিদ্রোহের প্রেক্ষিতে সরকার টিকিয়ে রাখার জন্য প্রাক্তন ৬ BSP বিধায়কের সমর্থন যে কোনও মূল্যে ধরে রাখতে হবে মুখ্যমন্ত্রী গেহলটকে। আগামী ১৪ আগস্ট শুরু হওয়ার কথা বিধানসভার অধিবেশন। শেষ পর্যন্ত আস্থাভোটের দিকে গড়ালে BSP এই প্রাক্তন ৬ বিধায়কের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। BSP বিধায়কদের এভাবে কংগ্রেসে মিশে যাওয়ার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছেন বিজেপি নেতা মদন দিলাবর। মামলা করেছে BSP-ও। দু’টি আবেদনেই বলা হয়েছে, শুধুমাত্র একটি রাজ্যে দলকে কংগ্রেসের সঙ্গে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন না এই ৬ বিধায়ক। কারণ BSP জাতীয় দল।

spot_img

Related articles

কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন! দ্রুত কমছে এসআইআর-এ ভোটারহীন বুথ 

এসআইআর-এর ভোটারহীন বা ‘শুষ’ বুথগুলির সংখ্যা দ্রুত কমতে শুরু করেছে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে যে সংখ্যা ছিল ২২০৮,...

বহুতল সমস্যা সমাধানে সর্বদা পাশে রাজ্য সরকার: জানালেন মুখ্যমন্ত্রী

বহুতল সমস্যা সমাধানে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস পাশে থাকবে। আরও স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার...

রাজ্যের শিক্ষক-কর্মীদের জন্য সুখবর: এবার মিলবে অতিরিক্ত ১০% মহার্ঘ ভাতা

স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে ঘোষণা করা হল যে রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষক...

শিক্ষামন্ত্রী না থাকলে বিজয়ের গোড়ায় পৌঁছানো সম্ভব হত না: কৃতজ্ঞতা প্রকাশ পর্ষদ সভাপতির

রাজনৈতিক অভিসন্ধি থেকে যে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা প্রমাণ...