Monday, December 8, 2025

হেনস্থা রুখতে অ্যাম্বুল্যান্স পরিষেবার রাশ হাতে নিচ্ছে রাজ্য

Date:

Share post:

ভাইরাস আক্রান্ত রোগীকে হাসপাতাল পর্যন্ত পৌঁছানো যাচ্ছে না। কখনও আবার এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে স্থানান্তর করতে নাজেহাল হচ্ছেন রোগীর আত্মীয়রা। এর জেরে মৃত্যু পর্যন্ত হচ্ছে অনেক রোগীর। পরপর এই অভিযোগ গিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরে। এর সমাধানে এবার অ্যাম্বুল্যান্স পরিষেবা আনছে নবান্ন। অ্যাম্বুল্যান্স নিয়ে কোভিড আক্রান্তদের ভোগান্তি রুখতে এবার চলতি সপ্তাহের মধ্যেই বিশেষ নির্দেশিকা নিয়ে আসছে রাজ্য সরকার। নয়া নির্দেশিকায়, দ্রুত অ্যাম্বুল্যান্স রোগীর কাছে বা তাঁর পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। সেই যাতায়াতের জন্য অ্যাম্বুলেন্স চালক যেন মোটা টাকা হেঁকে না বসেন সেটাও দেখা হবে। ঠিক হয়েছে রাজ্যে মধ্যে পরিষেবা প্রদানকারী বেসরকারি অ্যাম্বুল্যান্সকে আরই বেশি করে সরকারি পরিষেবায় ব্যবহার করা যাবে। এর জন্য ইতিমধ্যেই কলকাতা পুরনিগম সহ রাজ্যের সব পুরসভাগুলিকে নজর রাখতে বলা হয়েছে।

অ্যাম্বুল্যান্সের জন্য রাজ্য সরকার নির্দিষ্ট দূরত্ব মেনে ভাড়ার চার্ট তৈরি করে দেবে যাতে চালকেরা নিজেদের খুশি মতো ভাড়া হাঁকতে না পারেন।
একই সঙ্গে দ্রুত অ্যাম্বুল্যান্স জোগানের জন্য এখন রাজ্য সরকারের যে কোভিড হেল্পলাইন আছে সেখানে বেসরকারি অ্যাম্বুল্যান্সগুলিকেও যুক্ত করা হবে। ফলে পরিষেবায় সরকারি নজরদারি থাকবে। ফলে রোগীদের ভোগান্তি অনেকটাই কমানো যাবে বলে আশা।
একই সঙ্গে কোথাও কোনও অপ্রীতিকর কোনও ঘটনা ঘটলে তা দ্রুত চিহ্নিত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপও নেবে সরকার।

spot_img

Related articles

SIR আবহে আজ কোচবিহার সফরে মমতা, রয়েছে একগুচ্ছ কর্মসূচি

SIR আবহে আজ ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। সোমবার দুপুরে কোচবিহার যাচ্ছেন মমতা। একগুচ্ছ কর্মসূচি নিয়েই...

নাইট ক্লাবের অগ্নিকাণ্ডে সাসপেন্ড তিন সরকারি আধিকারিক, মৃতদের মধ্যে বাংলার ১

গোয়ার নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে( Goa Night Club Fire) প্রাণ হারিয়েছেন ২৫ জন মানুষ। মৃতদের মধ্যে ২০ জনই...

শুরু ২৫তম নাট্যমেলা, উদ্বোধনে মন্ত্রী ইন্দ্রনীল – অরূপ – ব্রাত্য

রবিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্রসদনে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে শুরু হলো ২৫তম নাট্যমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তিন...

প্রয়াত চলচ্চিত্রের যুগান্তরের সাক্ষী কল্যাণ চট্টোপাধ্যায়, শোকের ছায়া টলিউডে

প্রয়াত বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে একাধিক রোগে আক্রান্ত ছিলেন তিনি। রবিবার রাতে হাসপাতালেই প্রয়াত...