প্রকাশিত হলো ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার ফল

0
2

২০১৯ সালের ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার ফল প্রকাশিত হলো মঙ্গলবার। একইসঙ্গে এই নিয়োগের সম্ভাব্য তলিকাও প্রকাশ করেছে কমিশন। সম্ভাব্য নিয়োগের তালিকায় নাম রয়েছে ৮২৯ জনের। সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন প্রদীপ সিং। দ্বিতীয় স্থানে রয়েছেন যতীন কিশোর এবং তৃতীয় স্থান অধিকার করেছেন প্রতিভা ভার্মা। ত্রয়োদশ স্থানে রয়েছেন কলকাতার রৌনক আগারওয়াল। ২০ নম্বরে আছেন নেহা বন্দোপাধ্যায়।

২০১৯ সালের সিভিল সার্ভিস লিখিত পরীক্ষা হয়। চলতি বছর ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয় পার্সোনালিটি টেস্ট। এই দুয়ের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রকাশ করেছে ইউপিএসসি। ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস এবং সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ ‘এ’ এবং ‘বি’ বিভাগে নিয়োগ করা হবে। জানা গিয়েছে, সম্ভাব্য নিয়োগের তালিকায় থাকা ৬৬ জনের নিয়োগ শর্তাধীন।