ভারত-বাংলাদেশ সীমান্তে নিজেদের মধ্যে গুলির লড়াইয়ে নিহত দুই BSF জওয়ান

মঙ্গলবার ভোরের আলো ফোটার আগেই এক অপ্রীতিকর ঘটনার প্রাণ হারালেন সীমান্ত রক্ষী বাহিনীর দুই জওয়ান।

ভোর সাড়ে ৩টে নাগাদ সহকর্মী এক বিএসএফ জওয়ানের গুলিতেই মৃত্যু হয় একই ব্যাটেলিয়নের অপর দুই জওয়ানের। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা উত্তর দিনাজপুরের রায়গঞ্জে।

রায়গঞ্জের ভাতুন গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ানদের নিজেদের মধ্যে বচসা থেকে আচমকাই গুলি চালাচালি শুরু হয়। সহকর্মী জওয়ানদের উদ্দেশে গুলি ছোঁড়ে অভিযুক্ত জওয়ান উত্তম সূত্রধর। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় কর্তব্যরত অপর দুই জওয়ানের। জানা গিয়েছে, নিহত দুই জওয়ানের নাম মহিন্দর সিং ভাত্তি ও অনুজ কুমার।

মঙ্গলবার ঘটনাটি ঘটে। এই ঘটনায় চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। গুলি চলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানর পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে তারা।এদিকে, ঘটনার পর পরই কম্যান্ডারের কাছে আত্মসমর্পণ করে অভিযুক্ত জওয়ান উত্তম সূত্রধর।

Previous articleবিশ্বের সবচেয়ে দামি গাড়ির মালিক কে জানেন?
Next articleপ্রকাশিত হলো ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার ফল