Friday, November 14, 2025

কেমন দেখতে হবে প্রস্তাবিত রাম মন্দির !

Date:

Share post:

🔴 বিশ্বের তৃতীয় বৃহত্তম মন্দির হতে চলেছে অযোধ্যার রাম মন্দির ||

🔴 ৫ আগস্ট, বুধবার এই মন্দিরের ভূমিপুজো অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

🔴 রামমন্দির ট্রাস্ট ইতিমধ্যেই জানিয়েছে, আগামী ৪২ মাসের মধ্যে মন্দির নির্মাণ শেষ হবে৷

🔴 ভূমিপুজো শেষ হওয়ামাত্রই অযোধ্যায় মন্দির তৈরির কাজ শুরু হচ্ছে।

🔴 ২০২৪ সালে হোলির দিন দর্শনার্থীদের জন্য মন্দির খুলে দেওয়া হবে, এমনই জানিয়েছে রামমন্দির ট্রাস্ট।

🔴 মন্দিরের কাজ শুরু হয়েছিল সেই ১৯৯০ সালে।

🔴 সাড়ে ৩ বছরে মন্দিরের কাজ শেষ করা হবে৷

🔴 পরিকল্পনা এইরকম:

◾ভূমিপুজো- ৫ আগস্ট, ২০২০

◾নির্মাণ কাজ শুরু- ৬ আগস্ট, ২০২০

◾কাজ শেষ হবে – ৩১ জানুয়ারি, ২০২৪

🔴 মন্দির নির্মাণের পরিকল্পনা যেমন নেওয়া হয়েছে, তা বাস্তবায়িত করতে দরকার একদল
বিশেষ ধরনের দক্ষ কারিগর, যাদের এ ধরনের মন্দির নির্মাণের অভিজ্ঞতা আছে৷

🔴 এ জন্য গুজরাত ও রাজস্থান থেকে ২৫০ কারিগর নিয়ে আসা হয়েছে৷ তাঁদের হাতেই তৈরি হবে মন্দির ৷

🔴 আকাশ ছুঁয়ে ফেলবে এই মন্দির। রাজস্থান থেকে আনা হয়েছে ১ লক্ষ কিউবিক স্কোয়্যার মিটার গোলাপি পাথর৷

🔴 তার গায়ে ফুটিয়ে তোলা হবে অপূর্ব কারুকাজে রামায়নের গল্প।

🔴 মন্দির নির্মাণের মূল দায়িত্ব অনুভাই সোমপুরার পারিবারিক সংস্থা৷

🔴 মন্দিরের নকশা তৈরি করেছে এরাই।

🔴 মন্দির নির্মাণের দায়িত্বও এই সোমপুরাদের সংস্থার হাতেই দেওয়া হয়েছে।

🔴 আরও ২ লক্ষ কিউবিক স্কোয়্যার মিটার পাথর লাগবে ৷

🔴 মন্দির তৈরির কাজ অবশ্য সেই ১৯৯০ থেকেই চলছে ৷ কয়েকশো শিল্পী এতগুলি বছর ধরে নীরবে, নিভৃতে মন্দির তৈরির কাজ চালিয়ে গিয়েছেন৷

🔴 রামমন্দির ট্রাস্টের, দাবি মন্দিরের ৬৫ শতাংশ কাজ শেষ হয়ে গিয়েছে আগেই।

🔴 কাঠামো তৈরি হয়ে গেলে সেই সব তৈরি পাথর নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া হবে।

🔴 নকশার থেকেও বড় হচ্ছে মন্দির৷ লম্বা,চওড়া, উচ্চতা, সব বাড়ছে।

🔴 ১৪১ ফুটের বদলে ১৬১ ফুট উঁচু হবে মন্দির৷

🔴 মূল মন্দির দোতলা হওয়ার কথা ছিলো৷ এখন সেই নকশায় বদল ঘটিয়ে তিনতলা হবে৷

🔴 একতলার ফ্লোর নির্মাণের কাজ ইতিমধ্যেই শেষ।

🔴 পাথরের কাজও ৬০ শতাংশ হয়ে গিয়েছে।

🔴 মূল কাঠামো দাঁড়িয়ে গেলে, এই সব কারুকার্যখচিত পাথর নিয়ে গিয়ে গেঁথে নেওয়া হবে।

🔴 নির্মাণকারী সংস্থা দাবি করেছে, ২০২৪ সালের জানুয়ারির মধ্যেই কাজ শেষ হয়ে যাবে৷

🔴 শোনা যাচ্ছে, ২০২৪ সালের হোলির দিন মন্দির খুলে দেওয়া হবে৷

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...