ফের ভাইরাস আক্রান্ত মেডিক্যাল কলেজের সহকারী সুপার!

মেডিক্যাল কলেজের এক সহকারি সুপার দ্বিতীয়বার ভাইরাস আক্রান্ত হয়েছেন। আর এই খবরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। রিপন স্ট্রিটের বাসিন্দা ওই সহকারী সুপার বেশ কয়েকদিন আগে ভাইরাস পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি হন। তবে চিকিৎসার পর সাত দিন নতুন করে কোনোও উপসর্গ না থাকায় তাঁকে সাতদিন পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় এরপর তাঁকে বাড়িতেই আইসোলেশন থাকার পরামর্শ দেওয়া হয়। এর মধ্যে তিনি আরও একবার ভাইরাস পরীক্ষা করে দেখেন যে রিপোর্ট নেগেটিভ। এরপর ওই সহকারী সুপার ভাবেন তিনি সুস্থ হয়ে গিয়েছেন এবং হাসপাতালে এসে কাজে যোগ দেন। ৭ দিন কাজ করার পর তাঁর ডায়রিয়া, কাশি শুরু হয়। আবারও তাঁকে মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর ভাইরাস পরীক্ষা করলে দেখা যায় ফের রিপোর্ট পজিটিভ আসে। তবে এবার করোনা আক্রান্ত হওয়ার রিপোর্ট পাওয়ার পর তার কোনোরকম উপসর্গ না থাকায় বাড়িতেই আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও একজন সহকারী সুপার ভাইরাস আক্রান্ত হয়েছেন।

কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে সুপার তথা উপাধ্যক্ষ ডক্টর ইন্দ্রনীল বিশ্বাস জানান,দ্বিতীয় বার ভাইরাস আক্রান্ত হওয়ার ঘটনা নিঃসন্দেহে ব্যতিক্রমী, তবে কী কারণ সেটা বিশেষজ্ঞ চিকিৎসকরা খতিয়ে দেখবেন।

Previous articleলকডাউন উপেক্ষা করে ডানকুনিতে রামপুজো বিজেপির
Next articleএবার রাজ্যপাল নিশানা করলেন পুলিশকে, বললেন, আপনাদের কাজ নয় রাজনীতি করা