Sunday, November 16, 2025

অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো উপলক্ষে শুভেচ্ছা বার্তা একঝাঁক ভারতীয় ক্রিকেটারের

Date:

Share post:

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো সম্পন্ন হলো। এক ঐতিহাসিক সন্ধিক্ষণে সরযূ নদীর তীরে বহু চর্চিত মন্দিরের ভূমিপুজোর ও শিলান্যাস করেলন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর উত্তর প্রদেশের অযোধ্যায় রামনন্দিরের এই শিলান্যাসের দিন দেশের বিভিন্ন জায়গায় উৎসব পালিত হয়। অন্য অনেকের মতোই যাকে স্বাগত জানিয়েছেন ভারতের একঝাঁক ক্রিকেটাররা।

রাম মন্দিরের ভূমিপুজো উপলক্ষে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বর্তমান বিজেপি সাংসদ গৌতম গম্ভীর টুইট করে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। ভারতের এই প্রাক্তন বাঁ-হাতি ওপেনার টুইটে লেখেন, “সমস্যাগুলিকে দমন না করে সমাধান করা ও সংহতির দিকে পরিচালিত করাই উচিৎ। ভাগবান রাম আদি-অনন্ত কাল থেকেই আমাদের পথপ্রদর্শক। আমাদের সকলকে কঠোর পরিশ্রম করা উচিত যাতে ন্যায়বিচার, ন্যায়পরায়ণতা ও সমৃদ্ধির মতো মূল্যবোধগুলি, যা ভগবান রামকে প্রতিপন্ন করেন।”

জাতীয় দলের বাঁ-হাতি ওপেনার ব্যাটসম্যান শিখর ধাওয়ান অভিনন্দন জানিয়ে লেখেন, “আজ দিনটিতে উৎসব পালন করা উচিৎ, এই দিনটি ইতিহাসের পাতায় জায়গা করে নিলো। রাম মন্দিরের সঙ্গে যুক্ত সকলকে অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ”।

অযোধ্যার রাম মন্দিরের ছবি শেয়ার করে অবিনন্দন বার্তা দিয়েছেন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নাও। বাঁ-হাতি এই মিডল অর্ডার ব্যাটসম্যান-অলরাউন্ডার রায়না লিখেছেন, “রাম জন্মভূমি অযোধ্যাতে মহারাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের জন্য দেশবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমার ইচ্ছা এই দেশে ভ্রাতৃত্ব এবং শান্তি এবং সুখ-সমৃদ্ধি বৃদ্ধি করবে”।

অযোধ্যায় রামন্দিরের শিল্যান্যাল উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে এবং ভগবান শ্রীরামচন্দ্রের ছবি শেয়ার করেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেওয়াগও সকলকে শুভেচ্ছাও জানান।

spot_img

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...