কলকাতা পুলিশে করোনাভাইরাসের সংক্রমণ ক্রমশ বাড়ছে। মঙ্গলবার কমপক্ষে ৪৯ জন পুলিশকর্মীর শরীরে করোনার অস্তিত্ব মিলেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । সবমিলিয়ে বাহিনীতে মোট আক্রান্তের সংখ্যা দেড় হাজারের কাছাকাছি।
এক আধিকারিক জানিয়েছেন, ‘মঙ্গলবার ওই পুলিশকর্মীদের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। কয়েকজনকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে এবং যাঁদের গুরুতর সমস্যা আছে, তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে।’
কলকাতায় প্রতিদিন আক্রান্তের সংখ্যা কার্যত রেকর্ড করছে। কনটেইনমেন্ট জোনগুলির দেখভালের পাশাপাশি শহরের বাকি এলাকা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই প্রতিনিয়ত কাজ করে চলেছেন এই করোনা যোদ্ধারা। করোনারে হারাতে একদল যোদ্ধা লড়ছেন হাসপাতালের ভিতরে। আর একদল লড়ছেন পথেঘাটে। সেই পথেঘাটে লড়া কলকাতা পুলিশের অনেক কর্মীই এখন আক্রান্ত মারণ ভাইরাসে। তবে বেশিরভাগ পুলিশ আধিকারিক ও পুলিশকর্মী সুস্থ হয়ে উঠেছেন৷
