Friday, November 14, 2025

কলকাতা হাইকোর্টের ইউটিউব চ্যানেল, লক্ষ্য, আইনি লড়াই এড়িয়ে বিরোধের ফয়সালা

Date:

Share post:

কলকাতা হাইকোর্ট ইউটিউব চ্যানেল চালু করলো৷ এর উদ্দেশ্য, আইনি লড়াই এড়িয়ে বিরোধের ফয়সালা করতে মানুষকে সচেতন করা৷

রাজ্যের শীর্ষ আদালতের ‘মিডিয়েশন অ্যান্ড কনসিলিয়েশন কমিটি’ এই উদ্যোগ নিয়েছে। কমিটির সদস্য-সচিব অরিন্দম দাস জানিয়েছেন, মিডিয়েশন বা মীমাংসা প্রয়াস আসলে ‘বিরোধ মেটানোর বিকল্প পদ্ধতি’। বিশ্বজুড়েই এমন প্রয়াস চলছে।

এই ইউটিউব চ্যানেলটিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি, প্রথিতযশা আইনজীবী, প্রশিক্ষিত মিডিয়েটর ছাড়াও অন্যদের বক্তব্য নিয়মিতভাবে দেওয়া হবে। কীভাবে কোনও বিরোধের মীমাংসা করা হয়, সেই সম্পর্কেও তৈরি কিছু ফুটেজও চ্যানেলটিতে দেখানো হবে। আইনি বিরোধ কম সময়ে ও কম খরচে কীভাবে মেটানো যেতে পারে, সেই প্রসঙ্গে সাধারণ মানুষকে জানাতে এবং বোঝাতেই এই চ্যানেল ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে।

অধিকাংশ ক্ষেত্রে খুবই ছোট বা তুচ্ছ বিরোধকে ইস্যু করে আইনি বিরোধ শুরু হয়। মিডিয়েটর বা মীমাংসাকারী সেই নগন্য বিরোধের কারনটি প্রাথমিকভাবে খুঁজে বের করবেন। তারপর সেই বিরোধ আপসে মেটানোর উদ্যোগ নেবেন। এই প্রয়াসের লক্ষ্য হিসেবে জানানো হয়েছে, মামলাকারী দু’পক্ষ মীমাংসাকারীর কাছে এলে, তিনি চেষ্টা করবেন, সেই বিরোধের অবসান ঘটাতে, যাতে দু’পক্ষ খুশি হয়েই ফিরতে পারে। চ্যানেলটি যত বেশি সংখ্যক মানুষ দেখবেন, ততবেশি মানুষ বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল হয়ে চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন বলে ধারনা করা হয়েছে।

spot_img

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...