দিন কয়েক আগে পাঁপড় খেয়ে সংক্রমণ রোখার নিদান দিয়েছিলেন তিনি। কিন্তু নিজেই আক্রান্ত হলেন মারণ ভাইরাসে। কেন্দ্রীয় মন্ত্রী অর্জুনরাম মেঘওয়ালকে তাই পাঁপড় খেয়ে সুস্থ হওয়ার পরামর্শ দিলেন মীর।

সোশ্যাল মিডিয়ায় প্রায় সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে পোস্ট করে থাকেন মীর। তাঁর সেন্স অফ হিউমার দেখে আপ্লুত হন নেটিজেনরা। বুদ্ধিদীপ্ত পোস্টের ফাঁকে থাকে হাসির চাবিকাঠি। এবারও তার ব্যতিক্রম হলো না। সোশ্যাল মিডিয়ায় তিনি একটি পোস্টে লিখেছেন, “মাননীয় মন্ত্রী মহোদয় অর্জুনরাম মেঘওয়াল, প্রথমে আপনার শারীরিক এবং সর্বোপরি মানসিক সুস্থতা কামনা করি। ভাবিজি বলেছেন, আজ লাঞ্চে পাঁপড় ভেজে খাওয়াবেন।” মেঘওয়ালের ছবির উপরে লেখা অর্জুনরাম মেঘওয়াল করোনা পজেটিভ। মীরের ছবির উপরে লেখা, “ভাবিজির পাঁপড় প্রতিরোধ করতে পারল না।”

ভাইরাস সংক্রমণ রুখতে ভাবিজি পাঁপড় খাওয়ার নিদান দিয়েছিলেন মেঘওয়াল। তাঁর বক্তব্য, ওই পাঁপড়ে এমন কিছু উপাদান আছে যা শরীরে অ্যান্টিবডি করতে সাহায্য করে। এরপর শনিবার মেঘওয়ালের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। কেন্দ্রীয় মন্ত্রী নিজে টুইট করে খবর জানিয়েছেন। আপাতত এইমসে চিকিৎসাধীন তিনি।
