Tuesday, May 6, 2025

সুশান্তের মৃত্যুর প্রেক্ষিতে বাঙালি মহিলাদের নিয়ে কুরুচিকর পোস্ট, লালবাজারে অভিযোগ উত্তরপাড়ার বধূর

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রেক্ষিতে বাঙালি মহিলাদের নিয়ে কুরুচিকর পোস্টের প্রতিবাদে লালবাজারে অভিযোগ দায়ের করলেন উত্তরপাড়ার এক মহিলা।সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে নাম জড়িয়েছে বঙ্গ তনয়া রিয়া চক্রবর্তীর। এরপর থেকেই সমস্ত বাঙালি মহিলাদের হেয় করে কুরুচিকর পোস্টে ভরে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। বাঙালি মহিলাদের নিয়ে যে ভাবে সোশ্যাল মিডিয়ায় একের পর এক কুরুচিকর মন্তব্য ভেসে আসছে তার প্রতিবাদে উত্তরপাড়ার এক বধূ রূপা চক্রবর্তী খান লালবাজার সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেন।

উত্তরপাড়া ভদ্রকালীর বাসিন্দা রূপা চক্রবর্তী খান গত কয়েকদিন আগে লালবাজারে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে লালবাজার তদন্তে নেমেই সন্ধান পায় বেশ কয়েকটি ফেক ফেসবুক অ্যাকাউন্টের। পরে সেই সব অ্যাকাউন্ট বন্ধ করে দেয় পুলিশ।যদিও নতুন করে ফেক একাউন্ট খুলে আবার সেই বাঙালি মহিলাদের হেয় করা হচ্ছে বলে অভিযোগ রূপার।
তিনি বলেন, “সুশান্ত মৃত্যুর পরে যে ভাবে বাঙালি মহিলাদের বিশ্বের কাছে ছোটো করা হচ্ছে সেটা খুব লজ্জার। আমরা গর্ব করি আমরা বাঙালি। কিন্তু আমাদের নিয়ে যে বা যারাই এটা করছে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। এটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ। একই সঙ্গে উত্তরপাড়ার বঙ্গযোদ্ধা নামে একটি অরাজনৈতিক সংগঠন লালবাজারে অভিযোগ করেছে। সেই সংগঠনের সদস্য প্রবীর রায় বলেন, যারা ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খুলে বাঙালি মহিলাদের লজ্জাজনক ছবি বা কমেন্ড পোস্ট করছে তাদের বিরুদ্ধে পুলিশকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আর্জি জানাই।

spot_img

Related articles

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মঞ্চে শাহরুখ, মন জিতলেন অনুরাগীদের 

তিনি বলিউডের বাদশা, যেখানেই যান সেখানেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এবার বিশ্বমানের ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫- এও...

NRI কোটায় মেডিক্যালে ভর্তির তদন্তে সাতসকালে শহর জুড়ে ইডি হানা

মেডিক্যালে ভর্তির দুর্নীতি (Medical scam) নিয়ে তদন্তে মঙ্গলের সকালে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টটের (ED )আধিকারিকরা।...

টানা ১২ দিন ধরে সীমান্তে গোলাবর্ষণ পাকিস্তানের, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার বাড়ছে উত্তেজনা

সীমান্ত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে একটানা ১২ দিন ধরে ভারতীয় সেনা (Indian Army Camp) ছাউনিকে টার্গেট করে...

দিঘায় ‘জগন্নাথ ধাম’ লেখা সরানোর অভিযোগ মিথ্যে, গুজবের বিরুদ্ধে মামলা পুলিশের

পূর্ব মেদিনীপুরের দিঘায় 'জগন্নাথ ধাম' (Jagannath Dham) লেখা সরানো নিয়ে বিতর্কের অবসান ঘটালো জেলা পুলিশ। ছবিসহ সোশ্যাল মিডিয়ায়...