Wednesday, November 12, 2025

চেন্নাই ও পোর্ট ব্লেয়ারের মধ্যে সংযোগ স্থাপন করবে এই কেবল্ ,উদ্বোধন করে মন্তব্য প্রধানমন্ত্রীর

Date:

Share post:

চেন্নাই ও পোর্ট ব্লেয়ারের মধ্যে সংযোগ স্থাপন করবে অপটিক্যাল ফাইবার কেবল ,উদ্বোধন করে মন্তব্য প্রধানমন্ত্রী। সোমবার
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে অপটিক্যাল ফাইবার কেবল সংযোগের উদ্বোধন করলেন মোদি । 2018 সালে 30 ডিসেম্বর এই প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী । আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারই উদ্বোধন করেন তিনি ।
সমুদ্রের তলা দিয়ে চেন্নাই থেকে পোর্ট ব্লেয়ার পর্যন্ত প্রায় ২,৩০০ কিলোমিটার রাস্তায় সাবমেরিন অপটিক্যাল ফাইবার কেবল স্থাপন করা হল। যার ফলে আমূল বদলে যাবে ভারতের তথাকথিত উপেক্ষিত আন্দামান-নিকোবরের মোবাইল এবং ইন্টারনেট পরিষেবার গতি। প্রধানমন্ত্রী বললেন,” এই নতুন ইন্টারনেট পরিষেবা চালু হওয়ার ফলে দেশের বাকি অংশের মানুষ যেভাবে ডিজিটাল ইন্ডিয়ার সুবিধা পাচ্ছেন, এখন থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মানুষও তাই পাবেন। ইন্টারনেটে পড়াশোনা থেকে শুরু করে ব্যবসা সংক্রান্ত বিষয়ে সুবিধা হবে সবেরই। অনলাইন ব্যাঙ্কিং থেকে শুরু করে টেলিমেডিসিন পর্যন্ত সব কিছুই এখন অনায়াসে করতে পারবেন আন্দামান-নিকোবরের বাসিন্দারা। এছাড়াও, এখানকার ১২টি দ্বীপে বিভিন্ন সুদূরপ্রসারী প্রভাবের প্রকল্প শুরুর পরিকল্পনা রয়েছে কেন্দ্রের।
এদিন তিনি দাবি করেন, ইন্টারনেট পরিষেবার উন্নতির ফলে আন্দামানের অর্থনীতিও দ্রুত গতিতে বদলে যাবে। কারণ, মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা ভাল হলে আরও বেশি পর্যটক, আন্দামানে আরও বেশিদিন সময় কাটাবেন। যা স্থানীয়দের রোজগারের সুবিধা অনেকটা বাড়িয়ে দেবে।
তিনি বলেন , “সমুদ্রের তলায় ২৩০০ কিলোমিটার পর্যন্ত এই কেবল পাতাটা অত সহজ ছিল না। বছরের পর বছর ধরে এই প্রকল্পের প্রয়োজনীয়তা উপলব্ধি করা সত্বেও এই কাজটি হয়নি। কিন্তু আমি খুশি করোনার মতো বিপদ এড়িয়ে সময়ের আগে এই কাজ শেষ করা গিয়েছে । এই অঞ্চলের মানুষকে উপযুক্ত টেলিফোন পরিষেবা দেওয়াটা আমাদের দায়িত্ব ছিল।”

spot_img

Related articles

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...