IB-তে চাকরির নামে দেশজুড়ে প্রতারণা, তদন্তে নেমেছে কেন্দ্র

বাঘের ঘরেই ঘোগের বাসা !

সরাসরি ইন্টেলিজেন্স ব্যুরো বা IB-র সদর দপ্তরে চাকরি দেওয়ার নাম করে দেশজুড়ে এক বড়মাপের প্রতারণা ব্যবসার হদিশ মিলেছে৷ চাকরি দেওয়ার নাম করে এক একজনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা সামনে এসেছে৷
চলতি বছরের জানুয়ারি- ফেব্রুয়ারি মাস থেকে এই চক্র সক্রিয়৷ লকডাউন পর্বে আরও সক্রিয় হয়েছে৷ এখনও পর্যন্ত এ ধরনের শতাধিক ভুয়ো নিয়োগপত্র IB-র অফিসারদের নজরে এসেছে৷ শুধুই দিল্লির সদর দপ্তরে নয়, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহারে IB-র আঞ্চলিক অফিসেও এভাবেই ‘চাকরিতে যোগ দিতে এসে’ ফাঁসছেন কর্মহীন যুবক-যুবতীরা৷ জানতে পারছেন প্রতারিত হওয়ার কথা৷
IB কর্তারা জানতে পেরেছে, দপ্তরের নাম ও লোগোর সঙ্গে সাদৃশ্য রেখে নকল ওয়েবসাইট তৈরি করা হয়েছে। সেখানেই IB-তে বিভিন্ন পদে লোক নেওয়ার বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। বিভিন্ন দৈনিকেও আবেদনপত্র চাওয়া হয়েছে। ফর্ম জমা নেওয়ার সময় পোস্টাল চার্জ পর্যন্ত নেওয়া হচ্ছে। অ্যাডমিট কার্ড যাচ্ছে ডাক মারফৎ। লিখিত পরীক্ষার জন্য দিল্লিতে ডাক পড়ছে প্রার্থীদের। সেখানেই বিভিন্ন কৌশলে পদ অনুসারে টাকার অঙ্ক পাঁচ থেকে দশ লক্ষ চাওয়া হচ্ছে৷ তথাকথিত ‘সফল’ প্রার্থীদের নাম প্রতারকদের তৈরি জাল ওয়েবসাইটে প্রকাশের পর যাচ্ছে নিয়োগপত্র। টাকার দাবি জানানো হচ্ছে। চাকরিতে যোগ দিতে এসে যুবক-যুবতীরা জানতে পারছেন, তাঁরা প্রতারিত হয়েছেন৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছেও এই অভিযোগ জানানো হয়েছে৷ এরপর স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশেই দেশজুড়ে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে৷ এই প্রতারণা চক্রটি ও তার পাণ্ডাদের বিষয়ে তথ্য জোগাড়ের কাজ চলছে।

Previous articleশিক্ষানীতির মূল সমস্যা ভাষাশিক্ষা, প্রবল চাপে থাকা কেন্দ্র মমতার সঙ্গে কথায় আগ্রহী
Next articleচেন্নাই ও পোর্ট ব্লেয়ারের মধ্যে সংযোগ স্থাপন করবে এই কেবল্ ,উদ্বোধন করে মন্তব্য প্রধানমন্ত্রীর