Monday, November 10, 2025

‘সেলিব্রিটিদের জীবন: সাফল্য বনাম ব্যর্থতা’ নবাগতদের মানসিক প্রশিক্ষণের পরামর্শ তারকাদের

Date:

Share post:

ব্যর্থতা, স্বজনপোষণ, পক্ষপাতিত্ব, দুর্বলতা তারকাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাই নবাগতদের মানসিক প্রশিক্ষণের পরামর্শ দিলেন আজকের অভিনেতা, পরিচালক, মনোবিদরা। দক্ষতা, কঠোর পরিশ্রম এবং ধৈর্যকে হাতিয়ার করে সাফল্য ও ব্যর্থতার ভারসাম্য বজায় রাখার কথা বললেন তাঁরা। অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের দ্য স্কুল অফ লিবেরাল আর্টস অ্যান্ড কালচার স্টাডিজ আয়োজিত ওয়েবিনারে এই পরামর্শ দেন অভিনেত্রী দেবলীনা দত্ত, পরিচালক সৌমিক সেন, মডেল অপ্সরা গুহ ঠাকুরতা, অভিনেতা-পরিচালক-প্রযোজক অশোক বিশ্বনাথন, মনোবিদ ডা. অনুত্তমা বন্দ্যোপাধ্যায় এবং অভিনেতা সমীর শর্মারা।

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তারকাদের জীবন নিয়ে বেশ কিছু দিক সামনে এসেছে। আলোচনার অংশ হয়ে উঠেছে নেপোটিজম, আত্মহত্যা, তারকাদের যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় সেই বিষয় গুলি। এই পরিস্থিতিতে ‘সেলিব্রিটিদের জীবন: সাফল্য বনাম ব্যর্থতা ‘ শীর্ষক আলোচনার আয়োজন করে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের দ্য স্কুল অফ লিবেরাল আর্টস অ্যান্ড কালচার স্টাডিজ। এদিনের আলোচনায় প্যানেলে অংশগ্রহণকারীরা তুলে ধরেন, আত্মহত্যার মতো কঠিন পদক্ষেপ এর কারণ কী হতে পারে। পাশাপাশি এই নেতিবাচক প্রভাবগুলি প্রতিরোধ করার জন্য কী কী উপায় রয়েছে। এই ওয়েবিনার পরিচালনা করেন অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের দ্য স্কুল অফ লিবেরাল আর্টস অ্যান্ড কালচার স্টাডিজের ডিন অধ্যাপক মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়।

এই আলোচনায় অভিনেত্রী দেবলীনা দত্ত নেপোটিজম নিয়ে তাঁর নিজস্ব অভিজ্ঞতার কথা তুলে ধরেন। অভিনেতা অশোক বিশ্বনাথন এবং সমীর শর্মা বলেন, স্বজনপোষণের মতো বিষয়গুলি আমাদের প্রতিদিনের জীবনে প্রভাব ফেলে। নেতিবাচক মনোভাবের সঙ্গে লড়াই করতে কঠোর পরিশ্রম এবং ধৈর্যের উপর জোর দিয়েছেন পরিচালক সৌমিক সেন। অপ্সরা গুহ ঠাকুরতা জানান, এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন তিনি। মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায় বলেন, নেতিবাচক চিন্তা ভাবনা, হতাশাকে প্রাধান্য দেওয়া যাবে না। কাজ করার সঙ্গে সঙ্গে মানসিকভাবে নিজেকে শক্ত করতে হবে।

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...