Friday, August 22, 2025

যৌন হেনস্থায় নাম জড়ালো তরুণ সিপিআইএম নেতার

Date:

Share post:

একের পর এক তরুণীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল সিপিআইএম নেতা ঋদ্ধ চৌধুরীর বিরুদ্ধে। বুধবার থেকে স্ক্রিনশট সহ সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন বহু তরুণী। সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে ঋদ্ধ আপত্তিকর প্রস্তাব দিয়েছেন বলে অভিযোগ।

উত্তর ২৪ পরগনার রাজারহাট নিউ টাউনের সিপিএম পার্টি সদস্য এবং ডিওয়াইএফআই জেলা কমিটির সদস্য ঋদ্ধ চৌধুরী। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ফেসবুক মেসেঞ্জারে যুবনেতার সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ করেন। তিনি জানিয়েছেন, পরীক্ষা সংক্রান্ত বিষয়ে কথা বলতে ঋদ্ধর সঙ্গে যোগাযোগ করেন। তাঁর অভিযোগ, এরপর আপত্তিকর ছবি চান যুবনেতা। এমনকী ওই ছাত্রী আপত্তি করলেও ছবি চাওয়া থেকে বিরত থাকেননি ঋদ্ধ। শুধু তাই নয়, ভিডিও চ্যাটিং অ্যাপ ডাউনলোড করার জন্য জোরাজুরিও করেন। এরপরই সরব হন আরও দুই ছাত্রী। এক ছাত্রী স্ক্রিনশট পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে যৌন ইঙ্গিতপূর্ণ কথা লিখেছেন ওই যুবনেতা। এমনকী কার্ল মার্ক্সের নামে শপথ নিয়ে অভিযোগকারিণীকে আশ্বস্ত করছেন, সব কথোপকথন ডিলিট করে দেওয়া হবে।

অভিযোগকারিণী ওই পোস্টগুলি ব্যাপক শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একের পর এক অভিযোগ সামনে আসতেই ক্ষমা চান ঋদ্ধ চৌধুরী। সব ভুল স্বীকার করে ফেসবুকে পোস্ট করেন তিনি। পাশাপাশি নিজের ভুল থেকে শিক্ষা নেওয়ার কথাও বলেন ঋদ্ধ। এতে আরও চটেছেন নেটিজেনরা। এদিকে ক্ষমাপ্রার্থনার পরে অবশ্য ফেসবুকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না ঋদ্ধ চৌধুরীর প্রোফাইল। এই বিষয়ে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক শায়ন দীপ মিত্র বলেন, ” সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখেছি। তবে সোশ্যাল মিডিয়া দেখে কোনও সিদ্ধান্ত নেওয়া যায় না। বিন্দুমাত্র কোনও অপরাধ থাকলে ব্যবস্থা নেওয়া হবে।” গোটা বিষয়টিতে চাপের মুখে পড়েছে সিপিআইএম। যদিও এই বিষয়ে আলিমুদ্দিন কী ব্যবস্থা নিচ্ছে তা এখনও স্পষ্ট নয়।

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...