Sunday, August 24, 2025

স্বাধীনতা দিবসে গান্ধীর মূর্তির পাদদেশে দাঁড়িয়ে রাজ্যের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য রাজ্যপালের

Date:

Share post:

স্বাধীনতা দিবসের দিনও বিতর্কিত মন্তব্য করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ৭৪ স্বাধীনতা দিবসের সকালে মেয় রোডে গান্ধী মূর্তি পদদেশে দাড়িয়ে ফের রাজ্য সরকারের সমালোচনায় মুখর রাজ্যপাল ধনকড়। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গান্ধী মূর্তিতে মাল্যদান করে গণতন্ত্রের পাঠ শেখানোর জন্য রাজ্য সরকারকে ফের বিঁধলেন তিনি।

এদিন রাজ্যপাল বলেন, “পশ্চিম বাংলায় গণতন্ত্র সেইদিনই স্থাপিত হবে যেদিন বাংলা রাজনৈতিক হিংসা মুক্ত হবে। রাজ্যে নির্বাচন অবাধ-শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হবে। খুনোখুনির রাজনীতি শেষ হবে”।

এখানেই শেষ নয়, রাজ্য প্রশাসনের আধিকারিকদেরও এক হাত নেন ধনকড়। সুর চড়িয়ে রাজ্যপাল বলেন, পুলিশ আধিকারিক থেকে শুরু করে আমলাদেরও রাজনৈতিক মুক্ত হয়ে নিরপেক্ষ হতে হবে।

পাশাপাশি এদিন তিনি কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষা নীতিকে সমর্থন করে মোদি সরকারের পদক্ষেপের প্রশংসা করেন। এ প্রসঙ্গে রাজ্যপাল বলেন, দেশ সঠিক নেতৃত্বে সঠিক দিশায় অগ্রসর হচ্ছে।

উল্লেখ্য, স্বাধীনতা দিবসের সকালে স্ত্রীকে নিয়ে গান্ধী মূর্তির অনুষ্ঠানে যোগ দেন ধনকড়। রাজ্য সরকারের তরফে তাঁকে স্বাগত জানানোর জন্য হাজির ছিলেন রাজ্যের তথ্য-সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন-সহ প্রশাসনের অন্য আধিকারিকরা। তাঁদের সামনেই বিতর্কিত মন্তব্য করেন রাজ্যপাল। স্বাধীনতা দিবসেও বিতর্কিত মন্তব্য করার জন্য সমাজের একাংশের সমালোচনার মুখেও পড়তে হয়েছে রাজ্যপালকে।

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...