Sunday, November 9, 2025

করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন সত্তরের ওপেনার চেতন চৌহান

Date:

Share post:

করোনা আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতের প্রাক্তন ওপেনার ক্রিকেটার চেতন চৌহান। শনিবার সকালে তাঁর কিডনি ফেইলিওর হওয়ার কথা জানা গিয়েছিল। চিকিৎসকরা জানিয়েছিলেন, তাঁর মাল্টি অর্গান ফেলিওর হয়েছে। তার পরই তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হল না। দেশ হারালো সত্তরের ওপেনার চেতন চৌহানকে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

এই নিয়ে উত্তরপ্রদেশের দুই মন্ত্রী করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। উত্তরপ্রদেশের কারিগরি শিক্ষামন্ত্রী কমল রানি বরুণ। আজ প্রয়াত হলেন চেতন চৌহান। বছর দুয়েক আগে উত্তরপ্রদেশের ক্রীড়ামন্ত্রীর ভূমিকাতেও দেখা গিয়েছিল তাঁকে।

একসময় ভারতীয় দলে সুনীল গাভাস্করের সঙ্গে ওপেন করতেন এই ব্যাটসম্যান। ১৯৬৯ থেকে ১৯৭৮ পর্যন্ত ভারতের হয়ে তিনি ৪০টি টেস্ট ম্যাচ সাতটি ওয়ানডে খেলেছেন। টেস্টে গাভাস্করের সঙ্গে জুটি বেঁধে তিনি উল্লেখযোগ্য সাফল্য পান।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন-এর একাধিক পদে ছিলেন চেতন। ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরের সময় একবার ম্যানেজারও হয়েছিলেন তিনি।

১৯৮১ সাল পর্যন্ত তিনি ভারতীয় দলের জার্সি গায়ে খেলেছেন। টেস্ট ক্রিকেটে কখনও সেঞ্চুরি করতে পারেননি। এক ইনিংসে সর্বোচ্চ ৯৭ রান করেছেন। তবে, ১৬টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর নামের পাশে। সবমিলিয়ে টেস্টে দু’ হাজারের উপর রান করেছেন। সুনীল গাভাস্কারের সঙ্গে জুটিতে ১০ বার ১০০-র বেশি রানের পার্টনারশিপ গড়েছেন চৌহান।

১৯৮১ সালে অর্জুন সম্মানে সম্মানিত হয়েছিলেন তিনি।

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...