Thursday, August 28, 2025

ফের ব্যালিস্টিক মিসাইল ছোঁড়া হল সৌদি আরবকে লক্ষ্য করে

Date:

Share post:

ফের ব্যালিস্টিক মিসাইল ছোঁড়া হল সৌদি আরবকে লক্ষ্য করে। ইরানের দিকে থেকে ছুটে এল মিসাইল।সৌদি আরবকে লক্ষ্য করে বিদ্রোহী গোষ্ঠী হাউতিরাই এর ছোঁড়া মিসাইলগুলি মাঝপথেই প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে সৌদি আরব নেতৃত্বাধীন জোট।
সৌদি আরব বলছে, সৌদি তেল শোধনাগারের ওপর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার পেছনে যে ইরান রয়েছে সেই প্রমাণ তাদের হাতে রয়েছে। ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য তারা আন্তর্জাতিক স্তরে আহ্বান জানিয়েছে।
সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, রবিবার দুপুরের পর সৌদি আরবের দক্ষিণ অংশের এক অঞ্চলে এই হামলা চালানো হয়। অসামরিক নাগরিকদের টার্গেট করতেই দেশের দক্ষিণ অঞ্চলে রবিবার দুপুরের পর মিসাইল হামলা চালানো হয় বলে অভিযোগ । এই হামলা প্রতিহত করা হয়েছে। ড্রোন ও মিসাইল ধ্বংস করা হয়েছে।
হামলার ঘটনাটি জাতিসংঘ এখন তদন্ত করে দেখছে। সেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সৌদি সরকার সম্ভবত অপেক্ষা করবে। এর ফলে যে কোনও পদক্ষেপ নেওয়ার আগে সৌদি সরকার কিছুটা সময় হাতে পাবে। যদিও বিশেষজ্ঞরা সবাই একমত যে ইরানের বস্তুগত সাহায্য এবং নির্দেশনা ছাড়া ওই হামলার ঘটনা ঘটানো অসম্ভব।
প্রসঙ্গত, ২০১৫ সালের ২৬ মার্চ সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু করে। বর্তমান সৌদি যুবরাজ মহাম্মদ বিন সলমান তখন দেশটির প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন। সম্প্রতি একটি প্রতিবেদনে বলা হয়েছে, গত পাঁচ বছরে ইয়েমেনের যুদ্ধে সরাসরি প্রায় ১৬ হাজার মানুষ নিহত হয়েছে, যার মধ্যে ৯ হাজার ৬৮২ জন পুরুষ, ২ হাজার ৪৬২ জন নারী ও ৩ হাজার ৯৩১ জন শিশু রয়েছে।

spot_img

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...