Thursday, November 6, 2025

নামেই “শৃঙ্খলাবদ্ধ” দল, কাটোয়ায় গোষ্ঠীকোন্দলের জেরে বিজেপি কর্মীদের তৃণমূলে যোগদান

Date:

Share post:

ফের বিজেপিতে বড়সড় ভাঙন। এবার গেরুয়া শিবিরের শক্তঘাঁটি বলে পরিচিত পূর্ব বর্ধমান জেলার
কাটোয়াতে বিজেপি ছেড়ে প্রায় ৬০০ জন সক্রিয় কর্মী-সমর্থক যোগ দিলেন তৃণমূলে। জানা গিয়েছে, বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরেই তাঁরা যোগ দিয়েছেন তৃণমূলে। ঘাসফুল শিবিরে যোগদান পর্বে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বিজেপির এই ভাঙনে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত শাসক শিবির। অন্যদিকে শক্তি কমায় কপালে ভাঁজ গেরুয়া শিবিরের।

প্রসঙ্গত, গতবছর লোকসভা নির্বাচনে গোটা রাজ্যের মত এই কাটোয়াতেও ভালো ফল করেছিল ভারতীয় জনতা পার্টি। ২০১৯ লোকসভা নির্বাচনে কাটোয়া বিধানসভার ক্ষেত্র থেকে ভালো ফল করেছিল গেরুয়া শিবির। এমনকি, কাটোয়া পুরসভার অধিকাংশ ওয়ার্ডে তৃণমূলকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছিলেন বিজেপি প্রার্থী। কিন্তু লোকসভা নির্বাচনের কয়েক মাস পর থেকেই গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয় বিজেপি শিবিরে। আদি বিজেপি এবং নব্য বিজেপি তার মধ্যে কোন্দল চরমে পৌঁছায়। তারপরই এই দলবদল।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সংগঠনের শ্রীবৃদ্ধি তো দূরের কথা, অশান্তিতে জেরবার হয়ে উঠেছে বিজেপি। কিন্তু বিজেই নেতারা বড়াই করে বলে থাকেন, দলীয় শৃঙ্খলায় তাঁদের কাছে নাকি কেউ নেই। অথচ, এমন “শৃঙ্খলাপরায়ণ”
দলেই ফাটল ধরছে। গোটা রাজ্যজুড়ে বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদানের হিড়িক পড়েছে। যা নিয়ে একুশের বিধানসভা নির্বাচনের আগে সিঁদুরে মেঘ দেখছেন গেরুয়া নেতৃত্ব। অন্যদিকে, আত্মবিশ্বাসের টগবগ করে ফুটছে ঘাসফুল শিবির।

spot_img

Related articles

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...