Wednesday, May 14, 2025

সবই জল্পনা! শুভেন্দুর ফেসবুক পোস্ট প্রমাণ করে আজও তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গী

Date:

Share post:

রাজ্যের পরিবহনমন্ত্রী তথা নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারীকে নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা-কল্পনার অন্ত নেই। সম্প্রতি, বেশ কয়েকটি ঘটনার প্রেক্ষিতে ( তৃণমূলের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে গরহাজির, রাজ্য সরকারি কর্মচারীদের ফেডারেশনের শীর্ষ পদ থেকে অব্যাহতি ইত্যাদি ইত্যাদি) বিভিন্ন মহলে গুঞ্জন তৃণমূল ছাড়তে পারেন এই ডাকাবুকো নেতা। তিনি নাকি শাসকদলের গঠিত নতুন রাজ্য কমিটিতে খুশি নন। শুধু তাই নয়, তাঁর নতুন দল গঠনের জল্পনাও তৈরি হয়েছে। আবার কেউ কেউ বলছেন, বিজেপিতে যোগ দিতে পারেন শুভেন্দু।

কিন্তু শুভেন্দু অধিকারীর অফিশিয়াল ফেসবুক পেজ অন্য কথা বলছে। আজ ২০ অগাস্ট সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করেছেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। দিকপাল ফুটবলার গোষ্ঠ পাল হোক কিংবা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর জন্মদিনে তাঁকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, শুভেন্দু অধিকারীর সমস্ত ফেসবুক পোস্টে কিন্তু তাঁর নামের তলায় “মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার” শব্দগুচ্ছ জ্বলজ্বল করছে। শুধু আজ নয়, গোটা অগাস্ট মাসজুড়ে কিংবা তার আগেও শুভেন্দু নামের নিচে “মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার” শব্দগুলি লেখা রয়েছে।

এদিকে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের খবর, মন্ত্রী শুভেন্দু অধিকারীর মা গায়ত্রীদেবী অসুস্থ। তাঁর শারীরিক অবস্থার খবর জানতে এবং দ্রুত আরোগ্য কামনা করে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর বাবা তথা কাঁথির সাংসদ ও বর্ষীয়ান তৃণমূল নেতা শিশির অধিকারীকে ফোন করেছিলেন। সবমিলিয়ে অধিকারী পরিবারের সঙ্গে এখনও মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল কংগ্রেসের সম্পর্ক নিবিড় বলেই মনে করা হচ্ছে রাজনৈতিক মহল থেকে।

যদিও এই প্রথম নয়, এর আগেও শুভেন্দু তৃণমূল ছাড়ছেন এমন জল্পনা তৈরি হয়েছিল। এবং তিনি নিজেই সেই জল্পনায় জল ঢেলে ছিলেন। তবে এবার এই জল্পনা-কল্পনা নিয়ে শুভেন্দু কী করেন, তা জানার জন্য অপেক্ষা করতেই হবে।

spot_img

Related articles

ইস্টবেঙ্গলে এলেন এডমন্ড লালরিনডিকা

নতুন মরসুমের জন্য জোরকদমে দল গোছানো শুরু ইস্টবেঙ্গলের(Eastbengal)। বিদেশি ফুটবলারদের পাশাপাশি দেশীয় ফুটবলারদেরও নেওয়া শুরু রেছে লাল-হলুদ ম্যানেজমেন্ট।...

শিল্পোন্নয়নের জোয়ার! নিউটাউনে ২৫ একর জমিতে ‘বিশ্বঅঙ্গন’, রঘুনাথপুরে ১০টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক: ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনেই রাজ্যে বিনিয়োগের বিপুল প্রস্তাব এসেছিল। কার্যকরের পথে আরও একধাপ এগোল রাজ্য সরকার। বুধবার, মন্ত্রিসভার বৈঠকের...

বিজেপির উত্তরপ্রদেশে কেন্দ্রীয় লগ্নি, জেওয়ারে সেমিকন্ডাক্টর ইউনিট ঘোষণা

প্রথম পাঁচটি সেমিকন্ডাক্টর ইউনিটে কেন্দ্রের বিজেপি সরকার যে লগ্নি করেছে তা বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যগুলিতেই হয়েছে। ষষ্ঠ...

সোফিয়াকে ‘জঙ্গিদের বোন’ সম্বোধন, বিজেপির ধর্মান্ধতার বিরুদ্ধে গর্জে উঠল তৃণমূল

বিজেপির(BJP) মেকি দেশভক্তির মুখোশ খসে পড়ল ফের একবার। গোটা দেশ যখন কর্নেল সোফিয়া কুরেশির(Sophia Qureshi) বীরত্বে গর্বিত, তখন...