সুশান্ত মৃত্যুর তদন্তে ১৫ সদস্যের সিবিআই টিম মুম্বইয়ে, রাতেই জেরা রিয়াকে?

সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় সিবিআইয়ের ১৫ সদস্যের দল পৌঁছেছে মুম্বইয়ে। ওই দলে রয়েছেন ছ’জন ফরেন্সিক বিশেষজ্ঞ। একটি সূত্র মারফত জানা যাচ্ছে, আজ রাতেই সুশান্তের ফ্ল্যাটে গিয়ে অভিনেতার মৃত্যুর দিনের ঘটনার পুনর্নির্মাণ করবে সিবিআই। ইতিমধ্যেই মুম্বই পুলিশের কাছে যাবতীয় নথি এবং কেস ফাইল চেয়ে পাঠিয়েছে ওই দল। সিবিআই-এর ওই দলের সদস্যরা ছোট ছোট টিমে ভাগ হয়ে গিয়ে কাজ শুরু করবে।

সূত্রের খবর, আজ রাতেই সিবিআইয়ের জেরার মুখে পড়তে পারে অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং তাঁর পরিবার। এছাড়াও সুশান্তের মৃত্যুর সঙ্গে বলিউডের আন্ডারওয়ার্ল্ড এবং ‘মুভি মাফিয়া’দের কোনও যোগ রয়েছে কি না সে বিষয়ে অনুসন্ধান চালাবে সিবিআই। মুম্বই পুলিশের দুই ডেপুটি কমিশনার ত্রিমুখে এবং দাহিয়াকেও সিবিআই জিজ্ঞাসবাদ করতে পারে বলেই জানা যাচ্ছে।

Previous articleসবই জল্পনা! শুভেন্দুর ফেসবুক পোস্ট প্রমাণ করে আজও তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গী
Next articleচার বছরের স্নাতক কোর্সের জন্য স্টুডেন্টস ক্রেডিট ব্যাঙ্কের ভাবনা কেন্দ্রের