Wednesday, August 27, 2025

নিজেই নিকাশি নালায় নেমে এক বৃদ্ধকে প্রাণে বাঁচালেন সিপিএমের বিদায়ী কাউন্সিলর

Date:

Share post:

এখনও এমন হয়৷

সংক্রমণ- আবহ হলেও সকলেই কিন্তু নিজেকে নিয়ে ব্যস্ত নন৷ কিছু মানুষ এখনও নিজের কথা না ভেবে অসহায় মানুষের পাশে দাঁড়ান নিজের জীবনের ঝুঁকি নিয়েই৷

চুঁচুড়া পুরসভার এক বিদায়ী সিপিএম কাউন্সিলরের অসমসাহসী পদক্ষেপে
প্রাণে রক্ষা পেলেন এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ।

জানা গিয়েছে, মানসিক ভারসাম্যহীন বছর ৭০-এর এক বৃদ্ধ, নাম, রামচন্দ্র রজক, চুঁচুড়া পুরসভার ৯ নং ওয়ার্ডের মোগলপুরা লেনের বাসিন্দা। বুধবার গভীর রাতে বাড়ির লোকজনের অজান্তেই রাস্তায় বেরিয়ে পড়েন তিনি। হাঁটতে থাকার সময় কাপাসডাঙা পালপাড়া এলাকার একটি নিকাশি নালার মধ্যে পড়ে যান ওই ভারসাম্যহীন বৃদ্ধ। সারারাত ওই নালার নোংরা জলের মধ্যেই পড়ে ছিলেন বৃদ্ধ। বৃষ্টিতে আরও আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়৷

রাতভর ওইভাবেই পড়ে ছিলেন বৃদ্ধ৷ বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ কিছু মানুষ গোঙানির আওয়াজ শুনে নিকাশি নালার কাছে গিয়ে দেখেন, ওই বৃদ্ধ আছেন৷ করোনা আতঙ্কে সকলেই দূর থেকে উঁকি মেরে চলে যান। একজনও এগিয়ে এসে বৃদ্ধকে উদ্ধার করার চেষ্টাই করেননি৷ ফলে, ভোর হওয়ার পরও ঘন্টা তিনেক ওই ভাবেই পড়ে থাকেন বৃদ্ধ। এরপরই সিপিএমের বিদায়ী কাউন্সিলর সমীর মজুমদারের কাছে খবরটি পৌঁছায়। তিনি ঘটনাস্থলে ছুটে যান। দেখেন তখনও ওই বৃদ্ধ বেঁচে আছে৷ দ্বিতীয় কোনও চিন্তা না করেই বৃদ্ধকে বাঁচাতে নিকাশি নালায় নেমে পড়েন সমীরবাবু। তখনও ওই বৃদ্ধকে তুলতে কেউ এগিয়ে আসেননি৷ সকলেই সংক্রমণের অজুহাত দেখিয়ে চলে যান। শেষপর্যন্ত মরিয়া হয়ে সমীরবাবু অনেক চেষ্টার পর একাই ওই বৃদ্ধকে নালা থেকে তোলেন। এরপর ওই অবস্থাতেই সমীরবাবু নিজে ওই বৃদ্ধকে বাড়ি পৌঁছে দিয়ে আসেন। বৃদ্ধের পরিবার কিন্তু সমীরবাবুকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন৷ এলাকার মানুষ অভিনন্দন জানিয়েছেন ওই সিপিএম নেতাকে৷

 

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...