রাজনীতি নয়, অসুস্থ মাকে নিয়ে ব্যস্ত শুভেন্দু

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে শুভেন্দু অধিকারীর শিবির থেকে নিশ্চিত খবর: কোনোরকম রাজনৈতিক তৎপরতা বা বৈঠক নয়। শুভেন্দু ব্যস্ত তাঁর মায়ের চিকিৎসা নিয়ে। আগামীকাল শনিবার মায়ের কোমরে বড় অপারেশন হবে। চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন শুভেন্দু। এই নিয়েই ব্যস্ত। এর মধ্যে দিল্লিতে বিজেপির সঙ্গে বৈঠকের যে খবর রটেছে, তা সম্পূর্ণ ভুল ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এখন রাজনীতির মানসিকতাই শুভেন্দুর নেই। মুখ্যমন্ত্রীও ফোনে অধিকারীপরিবারের সঙ্গে কথা বলছেন। খোঁজখবর নিচ্ছেন। সূত্রের খবর, শুভেন্দু দিল্লি সফর এবং বিজেপির সঙ্গে বৈঠকের খবর কোনও মহল থেকে পরিকল্পিতভাবে রটিয়ে বিভ্রান্তি ছড়ানোর সৃষ্টি হয়েছে।