Sunday, August 24, 2025

গণেশ উৎসব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য, জানালো সুপ্রিম কোর্ট

Date:

Share post:

মহামারি আবহে গণেশ চতুর্থী নিয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। আদালত এ ব্যাপারে মাথা গলাবে না। এমনই জানালো সুপ্রিম কোর্ট।

শুক্রবার জৈন সম্প্রদায়ের এক ট্রাস্টের তরফে রুজু করা এক মামলার শুনানি হয় শীর্ষ আদালতে৷ জৈন সম্প্রদায়ের আর্জি ছিলো, তাদের বিশেষ ধর্মীয় অনুষ্ঠান চলছে। এই উৎসবের শেষ দু’দিন বাইকুল্লা, দাদার ও চেম্বুরে জৈন মন্দির খুলে রাখার অনুমতি দেওয়া হোক৷
আদালত আর্জি মেনে দু’দিন মহারাষ্ট্রের তিনটি নির্দিষ্ট মন্দির খোলার নির্দেশ দিয়েছে৷ তবে একইসঙ্গে প্রধান বিচারপতি এস এ বোবদে বলেছেন, এই নির্দেশ শুধুমাত্র উল্লেখিত ৩ মন্দিরের জন্যই সীমাবদ্ধ৷ একইসঙ্গে, হিন্দু মন্দিরও SOP মেনে খোলা যেতে পারে বলে জানিয়েছে দেশের শীর্ষ আদালত৷

এ প্রসঙ্গে প্রধান বিচারপতি এস এ বোবদে বলেছেন, “এই রায় অন্য কোনও ক্ষেত্রে প্রযোজ্য নয়৷ শুধুমাত্র ৩টি মন্দিরের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, অন্যত্র নয়”। প্রধান বিচারপতি বিশেষভাবে বলেছেন, “গণেশ চতুর্থীর জন্য মহারাষ্ট্র ও দেশের অন্যত্র ভিড়ের বিষয় এই মত প্রযোজ্য নয়।”

আদালত বলেছে, “গণেশ চতুর্থী নিয়ে সব রাজ্য সরকার নিজস্ব সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে আদালত হস্তক্ষেপ করবে না।”

জৈন সম্প্রদায়ের এক ট্রাস্টের তরফে দু’দিনের জন্য মন্দিরে দর্শনার্থীদের আসার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করে। মহারাষ্ট্র সরকার তাঁদের এই আবেদনের বিরোধিতা করেছিল। এদিনও শীর্ষ আদালতে মন্দির খোলার বিরোধিতা করেন আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি মহামারি আবহে কোন কোন ধর্মীয় অনুষ্ঠান বাতিল হয়েছে, তার তালিকাও পেশ করেন। পুরীর রথযাত্রা পালনের উল্লেখ করে পালটা প্রধান বিচারপতি বলেন, “সামাজিক দূরত্ববিধি ও SOP মানলে, মন্দির-মসজিদ খোলা যেতেই পারে।”

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...