কয়েকমাস পরেই বিহারের বিধানসভা নির্বাচন। আর তার আগেই রাজ্যের রাজনৈতিক সমীকরণে বদল এসেছে। জোট ছেড়ে বেরিয়ে এসেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতেনরাম মাঝির দল হাম। এবার জোট সঙ্গ ছাড়তে পারে এলজেপি। এমন জল্পনা তৈরি হয়েছে বিহারের রাজনীতিতে।

এদিকে এলজেপির সভাপতি চিরাগ পাসওয়ান অভিবাসী সংকট এবং মহামারি নিয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সমালোচনা করেছেন। একইসঙ্গে রাজ্যপাল কোটা থেকে বিহার আইনসভা পরিষদে ১২ জনের মনোনয়নে এলজেপিকে স্থান না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পাসওয়ান। তাই পাসওয়ানের অবস্থান নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জিতেনরাম মাঝির দলের জোট ত্যাগ বড় ধাক্কা। দলের মুখপাত্র ড্যানিশ রিজওয়ান জানিয়েছেন, হাম মহাজোটের দিকে যাবে না। যদিও বিহারের রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, জিতেনরাম মাঝি আবারও জোটের দিকেই ঝুঁকবেন।
