বীরভূমের আদিবাসী মহিলার গণধর্ষণের ঘটনায় ধৃত আরও চার অভিযুক্ত। ধৃতদের সোমবার সিউড়ি আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
গত মঙ্গলবার বীরভূমের মহম্মদ বাজার থানা এলাকায় গণধর্ষণের শিকার হন এক আদিবাসী বিধবা মহিলা। শনিবার, ৫ জনের নামে মহম্মদ বাজার থানায় অভিযোগ দায়ের হয়। এরা হল জলপা হাঁসদা, কাটিজ হাঁসদা, ঢোকা বাসকে, লখিয়া হাঁসদা এবং তাম্বর বাসকে। গত শনিবার প্রথম দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে চন্দ্র বাসকে নামে আরও এক ব্যক্তির ঘটনায় জড়িত থাকার কথা উঠে আসে। পুলিশ সকলকেই গ্রেফতার করেছে। এই চারজনকে সিউড়ি জেলা আদালতে তোলা হয়।
সিউড়ির জেলা আদালতের আইনজীবী চন্দ্রনাথ গোস্বামী জানান, প্রথমে এই গণধর্ষণ কাণ্ডে ৫ জনের নামে অভিযোগ দায়ের হয়েছিল। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে নতুন করে নাম জড়ায় চন্দ্র বাসকের। ঘটনায় চন্দ্র বাসকেও সমান ভাবে যুক্ত ছিলেন বলে জানায় অভিযুক্তরা। অভিযুক্তদের আদালতে তোলা হলে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
