Sunday, January 11, 2026

কেন বাড়ছে সংক্রমণ? প্রশাসনিক বৈঠকে প্রশ্ন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মহামারি আবহে জেলা প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ছ’ মাস পরে এই বৈঠকের হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক এবং প্রশাসনিক কর্তাদের কাজের হিসেব নেন তিনি। এদিনের বৈঠকে উত্তর ২৪ পরগনার সংক্রমণের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে হুগলির জেলাশাসককে ভর্ৎসনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবারের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “উত্তর ২৪ পরগনার প্রতিবছর বেশি ডেঙ্গি হচ্ছে।” তাঁর প্রশ্ন কেন নজরদারি বাড়ানো হচ্ছে না? কেন ভাইরাসের সংক্রমণ বাড়ছে? উত্তর ২৪ পরগনা এবং হাওড়ার মৃত্যু হার বেশি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ” উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় প্লাবনের জন্য সমস্যা তৈরি হয়েছে। নতুন তালিকা মেনে যত তাড়াতাড়ি সম্ভব ত্রাণের টাকা দিতে হবে।” কাজ ঠিকমতো না হওয়ায় হুগলির জেলাশাসককে ভর্ৎসনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া ভাষায় তিনি বলেন, “কাজ ঠিকমতো করা হচ্ছে না। এইচআরবিসি- র কাজও ভালো না। সবথেকে খারাপ পারফরম্যান্স।”

জেলাশাসক এবং প্রশাসনিক কর্তাদের কাছে মুখ্যমন্ত্রী জানতে চান লকডাউন চলাকালীন জেলার উন্নয়নমূলক প্রকল্পগুলি কতটা এগিয়েছে? কোথায় খামতি আছে তাও জানতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জিজ্ঞেস করেন, ভিন রাজ্য থেকে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের মধ্যে কতজন কাজ পেয়েছেন? আমফান পরবর্তী পরিস্থিতিতে ত্রাণ ও পুনর্গঠনের কাজ কতটা এগিয়েছে? পাশাপাশি অর্থনীতিকে নিচুতলায় চাঙ্গা করতে সরকারি নীতি কতটা কার্যকর করা হয়েছে তাও জানতে চান মুখ্যমন্ত্রী।

spot_img

Related articles

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল...

ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার...

উন্নত ভারত তরুণ নেতাদের বার্তালাপ: উন্নত ভারতের জন্য যুব নেতৃত্বের উন্মোচন

ডঃ মনসুখ মাণ্ডভিয়া ভারতের উন্নয়নের ভবিষ্যৎ নির্ধারিত হবে আজকের তরুণদের চিন্তা, কল্পনা ও নেতৃত্বের মধ্য দিয়ে। কীভাবে দেশ দ্রুত...

আন্টার্কটিকার বরফের তলায় সবুজ বনভূমি! বিস্ময়ের ঘোর কাটছে না গবেষকদের

দুচোখ বিস্তৃত বরফের চাঁই আর তার গভীরে লুকিয়ে সবুজের সমাহার। পৃথিবীর দক্ষিণ প্রান্তের এই মহাদেশে কোনও মনুষ্যবসতি নেই...