Sunday, August 24, 2025

হাইকোর্টকে ধন্যবাদ ফিরহাদের, কটাক্ষ রাজ্যপালকে

Date:

Share post:

কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলী নিয়োগ মামলায় নৈতিক জয় হলো রাজ্য সরকারের। পুরসভায় প্রশাসক নিয়োগকে অনৈতিক ও অসাংবিধানিক দাবি করে এই দায়ের হয়েছিল দুটি মামলা। একটি মামলা করেছিলেন শরদ সিং এবং অপরটি বিজেপি রাজ্য সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের। সেই দায়ের করা দুটি মামলাই খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। আর হাইকোর্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসন তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

সল্টলেকের উন্নয়ন ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “করোনা এবং আমফান পরবর্তী সময়ে কাজ চালানোর জন্য প্রশাসক বসানো হয়। এই পদ অলংকার, অহংকার বা ভোগের জন্য নয়। এই পদ কোভিড পরবর্তী পর্যায়ে মানুষকে সেবা করার জন্য। পৌর পরিষেবা দেওয়ার জন্য। সুতরাং, মানুষকে বিপদে ফেলার জন্য যাঁরা হাইকোর্টে গিয়েছিলেন তাঁদের পরাজয় হয়েছে আর মানুষের জয় হয়েছে। এই পদ অত্যন্ত পরিশ্রম ও দায়িত্বের।”

অন্যদিকে, হাইকোর্টের রায়ের রাজ্যপাল জগদীপ ধনকড়কে ফিরহাদের জিজ্ঞাসা, এবার রাজ্যপাল পুরসভার প্রশাসক নিয়োগ নিয়ে কী বলবেন?

বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট নিয়ে রাজ্যপালের ট্যুইটকে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, “রাজ্যপালের ভাষা আর দিলীপ ঘোষের ভাষা। একজন রাজ্যপাল হয়ে তিনি একটি রাজনৈতিক দলের সভাপতির ভাষায় কথা বলছেন। যা খুবই দুঃখজনক। রাজ্যপালের টুইট এবং মিথ্যাচার বাংলার মানুষ মেনে নেবে না। মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে নিয়ে উনি প্রশ্ন না তুলে রাজ্য সরকারের পোর্টাল দেখুন। ওখানে আয়-ব্যয়ের সব হিসেব পেয়ে যাবেন। রাজ্য সরকার যা করে তা যথেষ্ট স্বচ্ছতার সঙ্গে করে।”

spot_img

Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...