রান্নার গ্যাসে ৫০ টাকা ক্যাশব্যাক দিচ্ছে অ্যামাজন! জানুন পদ্ধতি

রান্নার গ্যাস বুকিং পদ্ধতিতে আরও নতুন সুযোগ নিয়ে এল অ্যামাজন। এবার অ্যামজন অ্যাপের মাধ্যমে এলপিজি সিলিন্ডার বুক করলে পাওয়া যাবে ৫০ টাকা ক্যাশব্যাক। অ্যামাজন জানিয়েছে, ইন্ডেন, এইচপি এবং ভারত গ্যাস তিন সংস্থার ক্ষেত্রেই এই ক্যাশব্যাক সুবিধা পাওয়া যাবে। তবে মনে রাখতে হবে যে, এই অফার শুধু অগস্ট মাসের জন্য। ৩১ অগস্টের পরে আর ক্যাশব্যাক পাওয়া যাবে না।‌

মধ্যবিত্ত বা নিম্নবিত্ত সকলের বাড়িতেও গ্যাসের দাম একটা বিরাট চিন্তার বিষয়। যদিও গ্যাস বুক করলে কেন্দ্রীয় সরকারের তরফে গ্রাহকের অ্যাকাউন্টে সরাসরি ভর্তুকি পাঠিয়ে দেওয়া হয়। এবার গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে আরও ৫০ টাকা বাঁচিয়ে দিচ্ছে আ্যামাজন। অ্যাপের মাধ্যমে গ্যাস বুকিং ও পেমেন্ট করলেই এই সুযোগ মিলবে।