২০১২- র এসএসসি মামলায় জয় রাজ্যের

২০১২ সালের এসএসসি মামলায় জয় হলো রাজ্যের।কম্বাইন্ড মেরিট লিস্ট’ চূড়ান্ত নিয়োগ তালিকা নয়। কমিশনের এই যুক্তিকে মান্যতা দিল হাইকোর্ট। পরীক্ষার্থীদের মামলা খারিজ করে দিল বিচারপতি রাজশেখর মান্থারের বেঞ্চ।

সবথেকে পুরোনো এসএসসি মামলার নিষ্পত্তি হলো বুধবার। কমিশন বরাবর জানিয়েছে, ৩৬ হাজার ১৪০ জনের মেধা তালিকা আদতে নিয়োগ তালিকাই নয়। এদিন বিচারপতি জানিয়েছেন, ক্যাগের রিপোর্ট অনুযায়ী নিয়োগ প্রক্রিয়ায় কিছু অস্বচ্ছতা আছে। কিন্তু তা মামলাকারীদের পক্ষের যুক্তি যাবে না।

প্রসঙ্গত, ২০১১ সালের ২৯ ডিসেম্বর শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। পরীক্ষা হয় ২০১২ র ২৯ জুলাই। ২৫ সেপ্টেম্বর ২০১৩ প্রকাশিত হয় প্রায় ৩৬১৪০ জনের জোন ভিত্তিক কম্বাইন্ড মেরিট লিস্ট। ওই বছরই ১২ তম রিজিওনাল লেভেল সিলেকশন টেস্ট চ্যালেঞ্জ করে মামলা হয়। ইতিমধ্যেই ৩০ হাজার জন শিক্ষককে নিয়োগ করা হয়েছে। বাকি ৬ হাজার জনকে নিয়োগ করার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীরা। তবে সিঙ্গেল বেঞ্চের রায়ের পর ডিভিশন বেঞ্চে যাওয়ার কথা জানিয়েছেন মামলাকারীদের আইনজীবী সুব্রত মুখোপাধ্যায় ও শামিম আহমেদ।

আরও পড়ুন- উত্তরপ্রদেশে রাজ্যসভায় মুকুলকে প্রার্থী করল না বিজেপি

Previous articleবাংলায় করোনা আক্রান্ত দেড় লক্ষ ছুঁইছুঁই, মৃত্যু ৩ হাজারের দোরগোড়ায়
Next articleরান্নার গ্যাসে ৫০ টাকা ক্যাশব্যাক দিচ্ছে অ্যামাজন! জানুন পদ্ধতি