রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম থেকে প্রায় 85 লক্ষ টাকা নিয়ে উধাও ব্যাঙ্কেরই গাড়ির চালক। বুধবার, জগদ্দল আতপুরের একটি এটিএম মেশিনে টাকা ভরার সময় টাকা সহ গাড়ি নিয়ে ওই চালক উধাও হয়ে যায় বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, গভীরাতে নৈহাটি থেকে গাড়িটি উদ্ধার হলেও টাকা ও চালকের কোন হদিস পাওয়া যায়নি। জগদ্দল থানার পুলিশ তদন্ত চালাচ্ছে। তবে এই ঘটনা নিয়ে কোনভাবেই মুখ খুলতে রাজি হয়নি ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
