Tuesday, August 26, 2025

ফেসবুক জানালো, রাজনৈতিক বিজ্ঞাপনে সর্বোচ্চ টাকা দিয়েছে বিজেপি-ই

Date:

Share post:

ফেসবুক ইন্ডিয়ায় যে ১০ জন সর্বোচ্চ বিজ্ঞাপন দিয়েছেন, তাঁদের ৪ জনের সঙ্গে বিজেপির ঘণিষ্ঠ যোগাযোগ রয়েছে। এর মধ্যে ৩ জন নিজেদের ঠিকানার জায়গায় দিল্লির বিজেপির কেন্দ্রীয় অফিসের ঠিকানাই উল্লেখ করেছে৷ ফেসবুক কর্তৃপক্ষ
এই তথ্য সামনে আনার পরেই প্রবল বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই ফেসবুক ইন্ডিয়ার আধিকারিকদের সঙ্গে কেন্দ্রের শাসকদল বিজেপির ঘনিষ্ঠতার নিয়ে প্রবল চর্চা শুরু হয়েছে। উঠেছে পক্ষপাতিত্বের অভিযোগও। তার মাঝেই উঠে আসা এই তথ্যে বিপাকে বিজেপি৷

ফেসবুক ইন্ডিয়ার স্পেন্ডিং ট্র্যাকার বা Spending tracker বলছে, গত ১৮ মাসে সামাজিক ঘটনাবলী, নির্বাচন ও রাজনীতি ইত্যাদি বিষয়ে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ফেসবুকে সবথেকে বেশি বিজ্ঞাপন দিয়েছে শাসকদল বিজেপি।

২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে এবছরের ২৪ আগস্ট পর্যন্ত তারা মোট ৪ কোটি ৬১ লক্ষ টাকার বিজ্ঞাপন দিয়েছে। এছাড়া দুটি কমিউনিটি পেজ ‘মাই ফার্স্ট ভোট ফর মোদি’ এবং ‘ভারত কে মন কি বাত’ -এর জন্য খরচ হয়েছে যথাক্রমে ১ কোটি ৩৯ লক্ষ ও ২ কোটি ২৪ লক্ষ টাকা। এছাড়া, ‘নেশন উইথ নমো’ নামের ওয়েবসাইট ও পেজের জন্য দেওয়া হয়েছে ১ কোটি ২৮ লক্ষ টাকা । এই ৩টির ঠিকানাই দিল্লির কেন্দ্রীয় বিজেপি অফিসের৷
পাশাপাশি বিজেপি নেতা আরকে সিনহা বিজ্ঞাপন দিয়েছেন ৬৫ লক্ষ টাকা। গত ১৮ মাসে ফেসবুকে বিজ্ঞাপনদাতাদের তালিকায় থাকা প্রথম ১০ জন মোট ১৫ কোটি ৮১ লক্ষ খরচ করেছেন। এর মধ্যে বিজেপির তরফেই
দেওয়া হয়েছে ৬৪ শতাংশ বা ১০ কোটি ১৭ লক্ষ টাকা ।

অন্যদিকে কংগ্রেসের তরফে এই একই সময়ের মধ্যে ফেসবুকে খরচ করা হয়েছে ১ কোটি ৮৪ লক্ষ ও আম আদমি পার্টি খরচ করেছে ৬৯ লক্ষ টাকা।

spot_img

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...