Friday, August 22, 2025

নিট-জয়েন্ট পরীক্ষার্থীদের স্বাস্থ্য বীমা করে পরীক্ষা নিক কেন্দ্র, দাবি অভিষেকের

Date:

Share post:

করোনা মহামারি আবহের মধ্যে দেশজুড়ে নিট এবং জয়েন্ট এন্ট্রান্স মেইন প্রবেশিকা পরীক্ষা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। আর তার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হলেন তৃণমূল যুব সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন গান্ধী মূর্তি পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপনের মঞ্চ থেকে অভিষেক কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে এক হাত নিয়ে বলেন, “মানুষের স্বার্থে, যুব সমাজের স্বার্থে, ছাত্র সমাজের স্বার্থে এই বিক্ষোভ। যেখানে বাড়ি থেকে বেরোনো তো দূরের কথা, ভয় ভীতি কাজ করছে পরীক্ষার্থীদের মধ্যে, সেখানে কিভাবে দেশজুড়ে এতবড় একটা পরীক্ষা নিতে চলেছে সেটা বোধগম্য হচ্ছে না। আমরা আইন-আদালতকে সম্মান করি। কিন্তু কেন্দ্রীয় সরকার আদালতকে কী সঠিক তথ্য দিয়েছিল এই পরীক্ষা নেওয়ার বিষয়ে।”

এখানেই শেষ নয়। এরপরই অভিষেক দাবি করেন, “কেন্দ্র জানান কোনও ছাত্র-ছাত্রীর কিছু হলে, দায় তাদের। সব দায়িত্ব নিতে হবে সারা জীবনের। তাদের স্বাস্থ্য বীমা করুক কেন্দ্র, তারপর পরীক্ষা নিক। আমরা কেউ পরীক্ষার বিরোধী নই।”

এরপর মোদি সরকারকে খোঁচা দিয়ে অভিষেক বলেন, “যুব সমাজের জীবন নিয়ে খেলা হচ্ছে। পরীক্ষা হলে আপত্তি নেই। কিন্তু করোনা পরিস্থিতি আয়ত্বে এনে হোক পরীক্ষা।
যারা ডিজিটাল ইন্ডিয়া বলে এত লাফালাফি করে, তাহলে কেন তারা প্রযুক্তির ব্যবহার করে এই করোনা আবহের মধ্যে ডিজিটাল মাধ্যমে পরীক্ষা নিতে পারছে না। আমেরিকা যদি পারে, তাহলে আমরা নয় কেন?”

অভিষেক আরও বলেন, “একাডেমিক ইয়ার নষ্ট হলে তার ব্যর্থতা কেন্দ্রের। কেন মার্চ থেকে ব্যবস্থা নেওয়া হলো না। একটা বছর নষ্ট হলে তা ফিরে আসবে, কিন্তুনমায়ের কোল খালি হলে ফিরবে না। আসলে কেন্দ্রের শাসক দল এবং প্রধানমন্ত্রীর দাম্ভিকতা, উদ্ধত্য এবং অহংকারের বশে পড়ে এমন জেদ করছে। তাদের ভাবা উচিত, মানুষের জন্য রাজনীতি, রাজনীতির জন্য মানুষ নয়। মানুষ ওনাকে প্রধান ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছেন, আর উনি মানুষকে বিপদে ফেলছেন।”

এরপর কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে সাংসদ অভিষেক বলেন, “কেন্দ্র-রাজ্য থেকে ট্যাক্স-এর টাকা তুলে নিয়ে যাচ্ছে, আবার সেই টাকার ৩০ শতাংশ রাজ্যকে পাঠাচ্ছে। কেন্দ্র-রাজ্য থেকে ট্যাক্স নেওয়া বন্ধ করুক, আমরা কেন্দ্রের থেকে কোনও সাহায্য নেব না।”

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...