তৃণমূল ছাত্র পরিষদের ভার্চুয়াল সভা, কী বললেন মমতা?

  • তৃণমূল ছাত্র পরিষদের ভার্চুয়াল সভা, কী বললেন মমতা?
  • গত কয়েক মাস ধরে গৃহবন্দি হয়ে থাকতে হচ্ছে
  • পড়ুয়ারা স্কুল-কলেজ যাওয়ার জন্য ছটফট করছে
  • সব শিক্ষাপ্রতিষ্ঠান, পরীক্ষা বন্ধ
  • কী হবে তাই নিয়েই মানসিকভাবে বিপর্যস্ত ছাত্রছাত্রী, অভিভাবকরা
  • গায়ের জোরে কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র
  • স্কুলগুলি আমাদের হাতে বলে আমরা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি
  • নিট ও জিইই পরীক্ষা নিয়ে দুশ্চিন্তায় ছাত্রছাত্রীরা
  • মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করে এই দুটো পরীক্ষা পিছনোর বিষয়ে আলোচনা হয়
  • সেইমতো আজ ৬ রাজ্য সুপ্রিম কোর্টে আবেদন করেছে
  • কলেজের পরীক্ষা নেওয়ার ব্যাপারে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে পরীক্ষা না দিলে ফল প্রকাশ করা যাবে না
  • ইউজিসি এপ্রিল মাসে চিঠি দিয়ে বলেছিল পরীক্ষা দিতে হবে না
  • জুলাই মাসে চিঠি দিয়ে বলছে পরীক্ষা দিতে হবে
  • প্রথম নির্দেশ মেনে অনেক রাজ্য ফল ঘোষণা করে দিয়েছে
  • আমেরিকায় স্কুল খোলার ফলে এক লক্ষ পড়ুয়া করোনায় আক্রান্ত হয়
  • জেইই, নিট এক রাজ্য থেকে আরেক রাজ্যে যায়, পরীক্ষার্থীরা এক জেলা থেকে অন্য জেলায় যায়
  • যদি তারা যেতে না পারে, তাহলে তাদের শিক্ষাবর্ষ নষ্ট হবে। তার দায় কে নেবে
  • স্কুলের পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন না
  •  যে কলেজ, বিশ্ববিদ্যালয়গুলি রাজ্যের অধীনে আছে তারাও চিন্তা করবেন না
  • যাদের ক্ষেত্রে পরীক্ষা নিতেই হবে, তাদের ক্ষেত্রেও সেপ্টেম্বরে কোনমতেই পরীক্ষা হবে না
  • কলেজে পুজোর আগে অনলাইন অফলাইন মিলিয়ে পরীক্ষা হতে পারে
  • ‘মন কি বাত’-এ সাজিয়ে গুছিয়ে নয়, সত্যিই ছাত্র-ছাত্রীদের জিজ্ঞাসা করুন তারা পরীক্ষা দিতে পারবে কি না
  • জিএসটির নামে রাজ্য থেকে সত্তর শতাংশ টাকা নিয়ে যাচ্ছে কেন্দ্র
  • কথা ছিল পাঁচ বছর রাজ্যগুলোকে সাহায্য দেবে কেন্দ্র, কিন্তু কাউকে কিছুই দিচ্ছে না
  • শিক্ষানীতি নিয়ে কারো সঙ্গে আলোচনা করেনি কেন্দ্র
  • চাপিয়ে দেওয়া হচ্ছে একটা নীতি
  • মাধ্যমিক তুলে দেবে উচ্চমাধ্যমিকে তুলে দেবে
  • ভয়ঙ্কর পরিস্থিতির দিকে এগোচ্ছে দেশ
  • এদের জিভে না আছে অনুভূতি, না আছে উপলব্ধি
  • এদের প্রবীণ নেতারাও এমন কথা বলে যেগুলো শুনে মনে হয় না এদের জিভে কোনও সংযম আছে
  • দেশে চাকরির অবস্থা এমন হয়েছে যে কয়েক কোটি বেকার তৈরি হয়ে গেছে
  • আমরা বাংলার মানুষের কাছে সব রকম প্রকল্পের টাকা পৌঁছে দিয়েছি
  • তোমরা কী টাকা দিয়েছ?
  • করেঙ্গে ইয়া মরেঙ্গে গান্ধীজির নীতি নিয়েই এগিয়ে যাব
  • দারিদ্র দূরীকরণে বাংলা এক নম্বরে আছে
  • ১০০ দিনের কাজে বাংলা এক নম্বরে আছে
  • স্কিল ডেভেলপমেন্ট আমরা এক নম্বরে আছি
  • কন্যাশ্রী রূপশ্রী বাংলা এক নম্বরে আছে
  • অনেক রাজ্য বেতন দিতে পারছে না, বাংলা এর মধ্যেও বেতন দিয়ে যাচ্ছে
  • সিলিকন হাব তৈরি হয়েছে সেটা আরও বড় করা হবে
  • দিঘাতে ডেটা হাব তৈরি হবে
  • লক্ষ লক্ষ কর্মসংস্থান হবে সেখানে
  • ডেউচা-পচামিতে প্রকল্পের মাধ্যমে একটা বড় উদ্যোগ নেওয়া হচ্ছে
  • বিনা পয়সার এখন আর কোথাও যাওয়া হয়
  • বিনা পয়সায় আর কোথাও চিকিৎসা ব্যবস্থা আছে
  • তপশিলি ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হয়েছে
  • মেয়েদের লেখাপড়ার জন্য কন্যাশ্রী প্রকল্প করা হয়েছে
  • বর্তমান সরকারের আমলে রাজ্যে প্রচুর নতুন বিশ্ববিদ্যালয়, কলেজ নির্মাণ হয়েছে
  • রাজ্যে ব্যাপক কাজ হচ্ছে
  •  রাজ্যে পুলিশ ডে ঘোষণা করা হয়েছে
  • কোভিড যোদ্ধাদের পাশে দাঁড়িয়েছে সরকার
  • তাদের মধ্যে কেউ মারা গেলে পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়া হচ্ছে
  • কেউ কোভিড আক্রান্ত হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য এক লক্ষ টাকা দেওয়া হচ্ছে
  • একজন পরিযায়ী শ্রমিক ফিরতে গিয়ে ঝাড়খন্ডে খুন হয়, তার পরিবারকে দু লক্ষ টাকা দেওয়া হয়েছে
  • বিভিন্ন ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে
  • স্বীকৃতি দিয়ে নির্মিত হয়েছে বিশ্ববিদ্যালয়
  • বাংলায় সহায়ক কেন্দ্র তৈরি হয়েছে
  • বিডিও অফিসে আছে
  • ছাত্র-ছাত্রীদেরকে এই সহায়ক কেন্দ্রে কাজের জন্য ইন্টার্নশিপ দেওয়া হবে
  • দেশে যখন বেকারত্ব বাড়ছে, তখন বাংলায় ৪০% বেকারত্ব কমে গিয়েছে
  • কারণ বাংলায় হাতে কলমে কাজ শিখিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে
  • ১০ কোটি লোকের মধ্যে ১০ কোটি রেশন কার্ড দেওয়া হয়ে গেছে
  • এই মিটিং থেকে চিকিৎসকদের স্যালুট জানাই
  • কোভিড যোদ্ধাদের স্যালুট জানাই
  • পুলিশ থেকে শুরু করে রাস্তার সাফাইকর্মী সবাইকে কুর্নিশ
  • করোনা মহামারি রুখে নেব, রাজনৈতিক মহামারি রুখতে হবে
  • মাস্ক পরতেই হবে
  • হাত বার বার ধুতে হবে, স্যানিটাইজার ব্যবহার করতে হবে
  •  মিডিয়াকে কথা বলতে দেওয়া হয় না, রাজনৈতিক কর্মীদের কথা বলতে দেওয়া হয় না
  • ওরা সোশ্যাল মিডিয়ায় যা বলছে তার সব সত্যি নয়, জল মেশানো আছে
  • অন্য জায়গার ঘটনা দেখিয়ে বলে বাংলায় হয়েছে
  • ছাত্র-যৌবন যদি সঙ্গে থাকে, তাহলে এমন ভাবে জিতব যে দেখিয়ে দেওয়া হবে
  • সারা ভারতের স্বাধীনতা দেব আমরা
  • ৫ সেপ্টেম্বর ব্লকে ব্লকে যেসব শিক্ষক আছেন, তাঁদের সম্মান জানান
  • ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান পালিত হবে
  • আগামী বছর থেকে ৯ অগাস্ট স্টুডেন্ট ডে পালিত হবে
  • গান্ধীজির ঐতিহাসিক আন্দোলনের কথা স্মরণ রেখে এই সিদ্ধান্ত
  • ৯ অগাস্ট আদিবাসী দিবস আছে, তার সঙ্গেই স্টুডেন্ট ডে পালিত হবে
  • লড়ব, করব, বাঁচব, জিতব, হাসব-
    ছাত্রদের নতুন স্লোগান

Previous articleকরোনা আক্রান্ত পরিচালক রাজ চক্রবর্তীর বাবা প্রয়াত
Next articleনিট-জয়েন্ট পরীক্ষার্থীদের স্বাস্থ্য বীমা করে পরীক্ষা নিক কেন্দ্র, দাবি অভিষেকের