Tuesday, August 26, 2025

একই পরিবারের চারজনের করোনা রিপোর্ট পজিটিভ , উদ্বিগ্ন পানিহাটির বাসিন্দারা

Date:

Share post:

উত্তর 24 পরগনায় যেভাবে বাড়ছে করোনা সংক্রমণ তা নিয়ে উদ্বিগ্ন জেলা প্রশাসন। পানিহাটি পুরসভার উষুমপুরের একই পরিবারের চারজনের করোনা রিপোর্ট পজিটিভ আসায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, খোকন দেব একজন ব্যবসায়ী। বেশ কয়েকদিন ধরে তিনি জ্বর ও সর্দি কাশিতে ভুগছিলেন । বুধবার বিকেলে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। এর সঙ্গে তার ছেলেরও করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর তাদের নিয়ে যাওয়া হয় প্রথমে ব্যারাকপুর মাতৃসদনে। সেখান থেকে খরদহের বলরাম হাসপাতালে । সব জায়গায় বেডের অভাবে তাদের রেফার করা হয় কামারহাটির সাগর দত্ত হাসপাতালে । শেষ পর্যন্ত তাদের ভর্তি করা হয় সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে।
ওই পরিবারের বাকিদের কোয়ারেন্টাইনে পাঠিয়েছে পানিহাটি পুরসভা। পানিহাটি পুরসভার পক্ষ থেকে ইতিমধ্যেই আজ শুক্রবার উষুমপুরের ওই বাড়িতে এবং তার আশপাশের এলাকা স্যানিটাজশেন করার ব্যবস্থা করা হয়। পরিবারের বাকি ছয় সদস্যের লালারস পরীক্ষার জন্য ইতিমধ্যেই পাঠানো হয়েছে।
এরই পাশাপাশি করোনায় আক্রান্ত হয়েছেন পানিহাটি ইসকন মন্দিরের চার সন্ন্যাসী । তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসায়, ইতিমধ্যেই হোম আইসোলেশনে থাকার জন্য তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। আপাতত বন্ধ আছে পানিহাটির ইসকন মন্দির। করোনায় আক্রান্ত হয়েছেন ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিক্ষক ভবেশ দাস। তাকে বারাসত হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
এ প্রসঙ্গে পানিহাটি পুরসভার মুখ্য প্রশাসক নির্মল ঘোষ জানিয়েছেন, কিছুদিন আগেই ভাই স্বপন ঘোষ করোনা সংক্রমণে মারা গিয়েছেন । আমি নিজে এবং আমার পরিবারের দুজন করোনায় আক্রান্ত হয়েছিলাম। এখন আমরা অনেকটাই সুস্থ । পুরসভার পক্ষ থেকে বিভিন্ন জনবহুল স্থানে স্যানিটাইজেশনের ব্যবস্থা করা হয়েছে । আমরা আপ্রাণ চেষ্টা করছি পুর এলাকায় যাতে করোনা ছড়িয়ে না পড়ে। সবমিলিয়ে উদ্বিগ্ন পুর কর্তৃপক্ষ করোনা রুখতে বাসিন্দাদের সচেতনতা বাড়াতে বিভিন্ন ব্যবস্থা নিয়েছেন ।

 

spot_img

Related articles

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...