Saturday, November 15, 2025

জোড়া মামলায় ছত্রধরকে জিজ্ঞাসাবাদ করল NIA

Date:

Share post:

জঙ্গলমহলে  জনসাধারণের কমিটির একসময়ের  নেতা  ছত্রধর মাহাতোকে জিজ্ঞাসাবাদ করল এনআইএ। ভুবনেশ্বর রাজধানী হাইজ্যাক ও সিপিএম নেতা খুন, জোড়া মামলায় ছত্রধর মাহাতোকে জিজ্ঞাসাবাদ করেছে NIA। এগারো বছর আগে উত্তাল জঙ্গলমহলে এক সিপিএম নেতা খুন এবং ভুবনেশ্বরগামী রাজধানী এক্সপ্রেস পণবন্দি করার দু’টি মামলার তদন্তে শালবনিতে সিআরপিএফ ক্যাম্পে জেরা করে NIA।
সূত্রের খবর, হাজিরার জন্যে ছত্রধরকে তিন বার নোটিস দিয়েছিল NIA। করোনা আবহের যুক্তি দেখিয়ে বারবারই জেরা এড়িয়ে গিয়েছেন তিনি । কলকাতায় আসেননি ছত্রধর, সেই জন্যেই শালবনিতে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ছত্রধরকে।
২০০৯-এর এই দু’টি মামলায় স্বাভাবিক নিয়মেই অবশ্য এর আগে তদন্ত করেছে রাজ্য পুলিশ। তদন্ত শেষে চার্জশিটও দিয়েছে। একটি মামলায় চূড়ান্ত নিষ্পত্তিও হয়ে গিয়েছে। হাইকোর্ট থেকে বেকসুর হয়েছেন ছত্রধর। অন্য মামলায় দায়রা আদালতে চার্জ গঠন হয়ে বিচার শুরুর মুখে। আচমকাই লকডাউনের মধ্যে এ বছর ৩০ মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই দু’টি মামলায় NIA-কে ফের তদন্তের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করে।
এক দশকেরও বেশি পুরোনো এবং এক দফা তদন্ত হয়ে যাওয়া মামলায় এ ভাবে NIA’র নতুন করে মামলা নথিভুক্ত করা এবং তাঁকে তলব করা চ্যালেঞ্জ করে ছত্রধর হাইকোর্টে মামলা করেন। মহামারী পরিস্থিতিতে কলকাতায় এসে তদন্তকারী সংস্থার সামনে হাজিরা দেওয়ার অসুবিধার কথাও জানান। বিচারপতি দেবাংশু বসাক মঙ্গলবার সেই আবেদনের পরিপ্রেক্ষিতে শালবনিতে ক্যাম্প করা ও চার সপ্তাহে তদন্ত শেষ করার ব্যাপারে কেন্দ্রের অবস্থান জানতে চান। কেন্দ্র আদালতের নির্দেশ মেনেই তদন্ত শেষ করবে বলে আদালতে জানানো হয়। এরপরই আজ NIA-র এই তৎপরতা।

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...