Saturday, January 10, 2026

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে নবান্ন অভিযানের ডাক বিজেপি যুব মোর্চা’র

Date:

Share post:

রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে নবান্ন অভিযান করবে বিজেপির যুব মোর্চা।

রবিবার যুব মোর্চার রাজ্য সভাপতি সাংসদ সৌমিত্র খাঁ একথা জানিয়েছেন৷ তিনি বলেছেন, যুব মোর্চার কর্মীদের উপর হামলা, মিথ্যা মামলা দেওয়া, রাজ্যে গণতন্ত্র লুঠ-সহ একাধিক অভিযোগে এই নবান্ন অভিযান হবে৷ তবে অভিযানের দিন এখনও ঠিক হয়নি।
এদিন যুব মোর্চার নতুন রাজ্য কমিটিও ঘোষণা করেন সৌমিত্র খাঁ। রাজ্য কমিটিতে সহ-সভাপতি পদে আনা হয়েছে বোলপুরের প্রাক্তন সাংসদ অনুপম হাজরাকে৷ আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়ালও পদ পেয়েছেন৷

যুব মোর্চার নতুন কমিটি নিয়ে শনিবার প্রকাশ্যেই আপত্তি তুলেছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ দিলীপ বাবুর বক্তব্য, যুব মোর্চার রাজ্য কমিটি আগে ঘোষণা হয়, তারপর জেলা সভাপতিদের নাম ঘোষণা করতে হয়। এটাই নিয়ম। এরপরই ঘোষিত সেই নামের তালিকা বাতিল করা হয়। রবিবার যুব মোর্চার রাজ্য কমিটির পদাধিকারী ও সদস্যদের নাম ঘোষণা করেন সৌমিত্র খাঁ। সূত্রের খবর, যুব মোর্চার জেলা সভাপতিদের নামের তালিকা নিয়ে সৌমিত্র খাঁ’র সঙ্গে রাজ্য বিজেপির নেতৃত্বের সঙ্গে মতের মিল না হওয়ায় থাকায় জেলা সভাপতিদের নামের তালিকা বাতিল করা হয়েছে। পরে জেলা সভাপতিদের নাম জানানো হবে।

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...