Friday, August 22, 2025

ত্রিপুরার বিলোনিয়ায় সিপিএম সমর্থকের পরিবারকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা

Date:

Share post:

ত্রিপুরার বিলোনিয়ায় সিপিএম করার অপরাধে একটি পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা করল বিজেপি দুষ্কৃতীরা। এই ঘটনায় বিলোনিয়া জুড়ে আতঙ্ক ছড়িয়েছে । কোনওক্রমে পরিবারটি ঘরের বাইরে চলে আসায় এ যাত্রায় বেঁচে গিয়েছে, না হলে আগুনে পুড়ে মরতে হত পরিবারের সবাইকে। এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

ঘটনার সূত্রপাত সোমবার রাতে। রাজীবচৌধুরী স্ত্রী অভিযোগ করেছেন , পরিবারের সবাই যখন ঘুমাচ্ছিল তখন হঠাৎ একদল দুষ্কৃতী প্রথমে বাড়ির গ্যারেজে এবং পরে ঘরে আগুন লাগিয়ে দেয় । দমকল ও পুলিশে খবর দিলে তারা প্রায় দু ঘণ্টা পরে ঘটনাস্থলে আসে। ততক্ষণে দুষ্কৃতীরা পালিয়ে গিয়েছে।
অভিযোগ , পরিবারটি সিপিএম সমর্থক হয় বিজেপির দুষ্কৃতীরা এইভাবে হামলা চালিয়েছে। রাজনৈতিক হিংসা ত্রিপুরায় কোন জায়গায় পৌঁছেছে এই ঘটনাযই তার জ্বলন্ত প্রমাণ বলে জানিয়েছেন ওই পরিবারের সদস্যরা। তারা বলেন, শুধুমাত্র সিপিএমকে সমর্থন করার অপরাধে আমাদের উপর এই ভাবে দিনের পর দিন অত্যাচার চালানো হচ্ছে । ওই পরিবারের অভিযোগ, এই আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। গ্যারেজ থেকে ঘর, জামাকাপড়, আসবাবপত্র পুড়ে ছাই। রাজীব চৌধুরীর স্ত্রী আরও অভিযোগ করেন, তার ছেলে দশম শ্রেণীতে পড়ে। কিন্তু তার একটি বইও আর আস্ত নেই। এটা কোন ধরনের মানবিকতার নজির সেই প্রশ্ন তুলেছেন তারা। ত্রিপুরা বিলোনিয়া অঞ্চলে একমাত্র তাদের পরিবার সিপিএম করেন বলে তিনি দাবি করেছেন । বাকিরা ভয়ে বিজেপিতে নাম লিখিয়েছে বলে এদিন তিনি অভিযোগ করেন। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে । তারা এই ঘটনার জন্য সিপিএমের গোষ্ঠীদ্বন্দ্বকে কাঠগড়ায় তুলেছেন ।

spot_img

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...