বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার তিনি। সোয়েব আখতার যাঁর বোলিং-এর সামনে বড় বড় ব্যাটসম্যানের পা কাঁপে, সেই তিনি কিন্তু এক বাঙালির প্রশংসায় পঞ্চমুখ। তাঁর কথায়, তাঁর দেখা সবচেয়ে সাহসী ব্যাটসম্যান সৌরভ গঙ্গোপাধ্যায়।বাঙালি এই ক্রিকেটার শুধু সাহসীই নন ভারতীয় ক্রিকেট দলের যোগ্য অধিনায়কও তিনি ছিলেন, মনে করেন সোয়েব।

বাংলার যুবরাজ সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিকেট ছাড়লেও, তিনি এখন বিসিসিআই সভাপতি। সোয়েব বলেন, সংকটের সময় সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্ব দিয়ে ভারতীয় ক্রিকেট দলকে জিতিয়েছেন। সৌরভ এমন এক ক্রিকেটার যিনি চ্যালেঞ্জ নিতে ভয় পাননি কখনও। সৌরভকে ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক ও সাহসী ব্যাটসম্যান শ্রদ্ধা ও সম্মান করেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সোয়েব আখতার।

আরও পড়ুন : আইপিএল ছাড়তেই সুরেশকে টুইটে খোঁচা কেদারের
