৭৫ শতাংশ পড়ুয়া জেইই-তে বসতে পারেনি। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান “এ রাজ্যের মাত্র ২৫ শতাংশ পড়ুয়া জেইই-তে বসতে পেরেছে। বাকি ৭৫ শতাংশ পড়ুয়া পরীক্ষা দিতে পারেনি। রাজ্যের আশঙ্কাই সত্যি হল, পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারল না। কেন্দ্র শুধু শুধু জোর করে পরীক্ষা নিতে চাইছে।”

আরও পড়ুন : এবার আইএসএলেও ডার্বি: ইনভেস্টার পাওয়ায় খেলবে ইস্টবেঙ্গল, ঘোষণা মুখ্যমন্ত্রীর


এদিন মুখ্যমন্ত্রী বলেন, ” ছাত্রছাত্রীরা পরীক্ষা স্থগিত রাখার আবেদন জানিয়েছিল। মহামারি পরিস্থিতিতে যেখানে শরীর-স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠছে, সেখানে কেরিয়ার নিয়ে কী করে ভাববে। এত জন পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারল না। ওদের ভবিষ্যৎ নষ্ট করার অধিকার কে দিয়েছে? কেন্দ্রীয় সরকার পর্যালোচনা করে দেখুক, কতজন পরীক্ষা দিতে পেরেছে।

মহামারি আবহে পরীক্ষা নিয়ে প্রথম থেকেই বিরোধিতা করেছিলেন মুখ্যমন্ত্রী। পড়ুয়াদের সুরক্ষার স্বার্থে এই পরীক্ষা স্থগিত রাখার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন দু’বার। পশ্চিমবঙ্গ সহ ৭ রাজ্য পরীক্ষা স্থগিত রাখার আর্জি জানিয়েছে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করে। কিন্তু তা সত্ত্বেও নির্ধারিত সূচি মেনে মঙ্গলবার থেকে শুরু হয়েছে জেইই।


আরও পড়ুন : কেন্দ্রের আর্থিক বঞ্চনার প্রতিবাদে সরব পার্থ
