Monday, August 25, 2025

“আরে এ তো আমার মতো দেখতে,” শিল্পীর কাজে মুগ্ধ হয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি

Date:

Share post:

না ফেরার দেশে চলে গিয়েছেন তিনি। কীর্ণাহার থেকে রাইসিনা হিলস তাঁর স্মৃতি বয়ে নিয়ে বেড়াচ্ছে। কিন্তু এখনও জীবন্ত হয়ে আছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। আসানসোলের মোম ভাস্কর্য শিল্পী সুশান্ত রায়ের কাজে এখনও বেঁচে আছেন তিনি। রাইসিনা হিলসে গিয়ে প্রণববাবুর মূর্তি নিজেই দিয়ে এসেছিলেন সুশান্ত।

সাল ২০১৩। মোমের মূর্তি নিয়ে দিল্লি গিয়েছিলেন সুশান্ত রায়। একই রকম দুজন মানুষ। একজন জীবন্ত। অন্যজন তাঁরই প্রতিচ্ছবি। শিল্পীর নিখুঁত কাজের প্রশংসা করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি। মোমের মূর্তি দেখে বেশ অবাক হয়েছিলেন তিনি। সেই মুখ, চোখ চুল, গায়ের রং, পোশাক জুতো সব কিছুই এক। আমাকে পাশাপাশি দাঁড় করিয়ে ফ্রেমবন্দি করেছিলেন শিল্পী। যা এখন রাখা আছে সুশান্ত রায়ের আসানসোলের মহিশীলা কলোনীর গ্যালারিতে।

ওই মোমের মূর্তি দেখে স্বয়ং প্রণব মুখোপাধ্যায় মন্তব্য করেছিলেন, “আরে এ তো আমার মতো দেখতে। দেখলে মনে হবে আয়নার সামনে দাঁড়িয়ে আছি। আমার হাইট পেলে কোথায়?” শিল্পী সুশান্ত রায়ের কথায়, “দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি হওয়ার পরই ঠিক করি ওঁর মোমের মূর্তি তৈরি করব। ইন্টারনেট ঘেঁটে, বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ছবি দেখে শুরু করি কাজ।” সুশান্ত রায় জানান মাত্র দেড় মাসের মধ্যেই এই মূর্তি তৈরি করেছিলেন তিনি।

তবে এর আগেও মোমের মূর্তি তৈরি করেছেন শিল্পী সুশান্ত রায়। অমিতাভ বচ্চন, সৌরভ গঙ্গোপাধ্যায়, রোনাল্ডো, কপিল দেব, শচীন তেন্ডুলকার, জ্যোতি বসুর মূর্তিও সৃষ্টি হয়েছে তাঁরই হাতে। সুশান্ত রায় জানান, “২০১৩ সালের পর, কলকাতায় যখন মাদার ওয়াক্স মিউজিয়াম তৈরি হয়। সেই সময় প্রথম ১৯ টি মূর্তির বরাত পেয়েছিলাম। তার মধ্যে প্রণব মুখোপাধ্যায়ের মূর্তিটি তৈরির অর্ডার ছিল।” এই কাজে প্রাক্তন রাষ্ট্রপতি উৎসাহ দেন বলেও জানিয়েছেন শিল্পী।

spot_img

Related articles

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...