Sunday, January 11, 2026

আমি নির্দোষ, কাউকে ভালবাসার জন্য গ্রেফতার হতেও তৈরি : রিয়া

Date:

Share post:

কাউকে ভালবাসা যদি অপরাধ হয় তাহলে সেই অপরাধ করার জন্য আমি গ্রেফতার হতে প্রস্তুত। রবিবার নারকোটিক কন্ট্রোল ব্যুরোর জেরা শুরুর আগে আইনজীবীর মারফত এই বিবৃতি দেন প্রয়াত সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তী। আইনজীবী সতীশ মানশিন্ডে রিয়ার বিবৃতি প্রকাশ্যে আনেন। রিয়া বলেছেন, আমি নির্দোষ। তবে কাউকে ভালবাসা যদি অপরাধ বলে গণ্য হয়, সেই অপরাধের জন্য আমি গ্রেফতার হতে তৈরি আছি। সেজন্য আগাম জামিনেরও কোনও আবেদন করছি না। এদিকে সুশান্তকাণ্ডে আজই নারকোটিক কন্ট্রোল ব্যুরোর জেরার মুখে পড়েছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। রবিবার সাতসকালে রিয়ার জুহু তারা রোডের ফ্ল্যাটে গিয়ে তাঁকে তলবের সমন ধরিয়ে আসে এনসিবি। এই তদন্তকারী সংস্থার মুম্বই শাখার প্রধান সমীর ওয়াংখেড়ের নেতৃত্বে একটি দল গিয়ে রবিবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করে রিয়া চক্রবর্তীকে।

প্রসঙ্গত, নিষিদ্ধ মাদক যোগে সুশান্তকাণ্ড নিত্য নতুন মোড় নিচ্ছে। শনিবার রাতে প্রয়াত অভিনেতার বান্দ্রার ফ্ল্যাটের হাউজকিপার দীপেশ সাবন্তকে গ্রেফতার করে নারকোটিক কন্ট্রোল ব্যুরো। শৌভিক চক্রবর্তী ও স্যামুয়েল মিরান্ডাকে গ্রেফতারের পর দীপেশের গ্রেফতারি বুঝিয়ে দিয়েছে সুশান্তকাণ্ডে নিষিদ্ধ মাদক যোগের শিকড় কতটা গভীরে! রবিবার বেলায় দীপেশকে তোলা হবে আদালতে। তার হেফাজত চাইবে এনসিবি। এদিকে, আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত শৌভিক চক্রবর্তী ও স্যামুয়েল মিরান্ডার হেফাজত পেয়েছে নারকোটিক কন্ট্রোল ব্যুরো। সুশান্তকাণ্ডে দুজনকেই শুক্রবার এনডিপিএস আইনে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাদের তোলা হয় মুম্বইয়ের এসপ্ল্যানেড কোর্টে। তাদের বিরুদ্ধে ২০ (বি), ২৮, ২৯, ২৭(এ) ধারা দিয়েছে এনসিবি। রবিবার সুশান্তের বান্ধবী রিয়াকে তলব করেছে এনসিবি। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বিভিন্ন হোয়াটসঅ্যাপ চ্যাটের সূত্রে রিয়ার বিরুদ্ধে মাদক ব্যবহার ও কেনাবেচার গুরুতর প্রমাণ পাওয়া গিয়েছে। এনসিবি সূত্রে খবর, রিয়াকে তাঁর ভাই শৌভিকের মুখোমুখি বসিয়ে এই বিষয়ে জেরা করার পরিকল্পনা নিয়েছেন তদন্তকারীরা। অন্যদিকে সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা জানিয়েছেন, প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত নিয়মিত নিষিদ্ধ মাদক ব্যবহার করতেন। সুশান্তের নির্দেশেই তাঁর ব্যবহারের জন্য স্যামুয়েল মাদক কিনত বলে জেরায় উঠে এসেছে। অন্যদিকে, সুশান্ত ও রিয়া দুজনেই মাদক সেবন করতেন বলে জেরায় জানিয়েছে একাধিক ব্যক্তি।

আরও পড়ুন- রিয়া গ্রেফতার হতে পারেন আজই

 

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...