সুশান্তকাণ্ডে নিষিদ্ধ মাদক যোগের তদন্তে রবিবার এনসিবি টানা ছয় ঘণ্টা জেরা করে প্রয়াত অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীকে। নারকোটিক কন্ট্রোল ব্যুরোর প্রথমদিনের জেরা শেষে ছাড়া পেয়েছেন রিয়া। কাল সোমবার ফের তাঁকে জেরার জন্য তলব করা হয়েছে । সুশান্ত সিং রাজপুতের নিষিদ্ধ মাদক ব্যবহারের অভ্যাস সামনে আসার পর এবার রিয়ার ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। রিয়া যদিও ইতিমধ্যেই দাবি করেছেন যে তিনি জীবনে কোনওদিন নিষিদ্ধ মাদক ব্যবহার করেননি, তবে তাঁর সেই বক্তব্যকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না তদন্তকারীরা। কারণ ইতিমধ্যে এই মামলায় ধৃত ব্যক্তিদের জেরা করে জানা গিয়েছে, মাদক কেনাবেচার বিষয় সম্পর্কে সম্পূর্ণ অবহিত ছিলেন রিয়া। এমনকী তাঁর একাধিক হোয়াটসঅ্যাপ চ্যাটে মাদক পাচারকারীদের সঙ্গে কথোপকথনের তথ্য প্রমাণ সামনে এসেছে। এই মামলায় মুম্বইয়ের পাঁচ মাদক পাচারকারী ছাড়াও গ্রেফতার হয়েছেন রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী, সুশান্তের প্রাক্তন হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা ও সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটের হাউজ কিপার দীপেশ সাবন্ত। আগামীকাল এদের মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হতে পারে রিয়া চক্রবর্তীকে।

আরও পড়ুন-কঙ্গনাকে অশালীন ভাষায় কটুক্তি সঞ্জয় রাউতের, চাঁচাছোলা ভাষায় জবাব অভিনেত্রীর
