Sunday, January 11, 2026

করোনা-যোদ্ধা ও সফল পড়ুয়াদের সম্মান প্রদর্শন কাঁকুড়গাছিতে

Date:

Share post:

উত্তর কলকাতার প্রাচীন ক্রীড়া, সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠন ‘কাঁকুড়গাছি অভিযান ক্লাব’ রবিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানে এলাকার মাধ্যমিক উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সম্মান জানায়। একইসঙ্গে এই অনুষ্ঠানে মহামারি পরিস্থিতিতেও মানুষের কাছে সবরকম খবর পৌঁছে দিয়ে সামাজিক দায়িত্ব পালন করার জন্য কয়েকজন সাংবাদিককে বিশেষ স্বীকৃতি জানানো হয়৷ সংগঠনের সচিব রঞ্জিত দে জানিয়েছেন, সাংবাদিক শুভাশিস ঘটক, জে সাগর, দেবাশিস দাস, শ্রাবনী গুপ্ত, সুব্রত রায়, পরিতোষ দুবে, বুদ্ধদেব ঘোষ, সুকুমার মিত্র, দীপঙ্কর নাগকে ‘করোনা যোদ্ধা’ সম্মানে সম্মানিত করা হয়েছে৷ এছাড়াও শিক্ষক দিবস উপলক্ষে স্থানীয় কয়েকজন শিক্ষক এবং করোনা আবহে ঝুঁকি নিয়ে কাজ করা কয়েকজন পরিবহন কর্মী, সিভিক পুলিশ এবং গত ২৬ মার্চ, লকডাউনের মধ্যেই এক অসহায় রোগীর প্রাণ বাঁচাতে নিজের রক্ত দেওয়া সিভিক পুলিশ কর্মী দেবোপম বল-কে বিশেষ সম্মান জানানো হয়েছে৷ করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠা এলাকার ৪ জন বাসিন্দাকেও এদিন তাঁদের লড়াইয়ের স্বীকৃতি হিসেবে সম্মানিত করা হয়েছে৷ অনুষ্ঠানের শুরুতে উপস্থিত ছিলেন বিধায়ক পরেশ পাল৷ সংগঠনের গৌতম সোম চৌধুরি, মনোজ দত্ত, সোহম শিকদার, অভীক দাস, বলাকা দাশগুপ্ত, রিঙ্কু বন্দ্যোপাধ্যায়, অলক রায়ের ঐকান্তিক চেষ্টায় অনুষ্ঠান পরিবেশ মনোরম হয়ে উঠেছিলো।সংগঠনের তরফে রঞ্জিত দে এদিন বলেন, করোনা- কালে ক্লাবের সদস্যরা টানা ৪৫ দিন বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে দো-বেলা রান্না করা খাবার তুলে দিয়েছে৷ বিসি রায় শিশু হাসপাতালে আসা রোগীর পরিবারের পাশে দাঁড়িয়েছে৷ মানুষকে সচেতন করতে বাজারে নিরাপদ দূরত্ব-সহ স্বাস্থ্যবিধি মেনে চলতে রাস্তায় নেমেছে । ক্লাবের তৈরি মাস্ক তুলে দিয়েছে সাধারণ মানুষের হাতে৷

আরও পড়ুন- ফের জট, “ব্যাকডোর লাইসেন্সিং” নিয়ে বিতর্কে ইস্টবেঙ্গল

 

 

spot_img

Related articles

নাম জিজ্ঞাসা করেই গুলি! দিল্লিতে খুনের অপরাধীরা মেরে ফেলল সাক্ষী স্ত্রীকেও

রাজধানীর (Delhi Crime) নিরাপত্তা নিয়ে যখন পুরোটাই ভাগ্যের হাতে ছেড়ে রেখেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah), তখন...

গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ ত্রিপুরা! জ্বলছে বাড়ি, একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট!

দুই গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে বিবাদের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা প্রতিবেশী রাজ্য ত্রিপুরার উনকোটি (Unkoti, Tripura) এলাকায়।...

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...