Sunday, January 11, 2026

পর্যটক নিয়ে সাফারি বন্ধ লকডাউনে, বদহজমে মরছে হাতি

Date:

Share post:

করোনা প্রভাব পড়েছে জনজীবনে। প্রভাব পড়েছে হাতিদের ওপর। জয়পুরের ‘হাতি গাঁও’ তে গত ছ’মাসে মৃত্যু হয়েছে চারটি হাতির। প্রাণী চিকিত্সকরা বলছেন, হাতিগুলো পেটের সমস্যায় ভুগছিল। অসু্স্থ হয়ে পড়েছিল। এর একটা কারণ, অবশ্যই হাঁটাচলা কম হয়।

জয়পুরে রয়েছে অমের ফোর্ট। কেল্লায় উঠতে পর্যটকরা হাতি ভাড়া নেন। তাতে যেমন হাতি মালিকদের আয় হয়, হাতির খাবারের পয়সা আসে, ঠিক তেমনই পর্যটক নিয়ে হাঁটাচলায় তাদের ব্যায়ামও হয়। সেই ব্যায়াম বন্ধ হওয়ার প্রভাব দেখা দিচ্ছে একাধিক হাতির মধ্যে। খাবারে অনীহা, পাকস্থলির সমস্যা দেখা দিচ্ছে।

আরও পড়ুন : অন্তঃসত্ত্বা স্ত্রীর স্বপ্ন পূরণ করতে ১২০০ কিলোমিটার পাড়ি স্বামীর

গত বৃহস্পতিবার মারা যায় হাঁতিগাঁও-এর একটি হাতি। তার নাম রানি। স্ত্রী হাতিটির মৃত্যুতে শোকের ছায়া গ্রামে। প্রাণী চিকিত্সক নীরজ শুক্লা জানিয়েছেন, হাতিটি শেষের কয়েকটা দিন খাচ্ছিল না কিছু। পেটে ব্যাথা ছিল। তার পাও ফুলে ছিল।তিনি জানান, সমস্ত চেষ্টার পরেও রানিকে বাঁচানো যায়নি। প্রথমদিকে চিকিত্সায় সাড়া দিলেও বৃহস্পতিবার আর উঠল না ও। তাঁর মতে ওঠা হাঁটা কমে যাওয়ায় শরীর সচল থাকছে না। যার জেরে হাতিদের হজমের সমস্যা বাড়ছে।

হাতিগাঁও-এর হাতিরাই রাজস্থানে আসা পর্যটকদের ঘোরায়। তখন তাদের দম ফেলার ফুরসত্ থাকে না। করোনা আবহে জয়পুর পর্যটক শূন্য।তারই প্রভাব পড়ছে হাতিগাঁওতে। গত ছ’মাসে চারটি হাতির মৃত্যু হয়েছে। যার জেরে উদ্বিগ্ন বন দফতর।

আরও পড়ুন : বিজ্ঞাপনে প্রথমবার রাজ-শুভশ্রী, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অন্তরঙ্গ মুহূর্ত

হাতিগাঁও বিকাশ সমিতির সভাপতি বালু খান জানান, তিন-চার বছরে একটি হাতির মৃত্যু তাঁরা দেখতে অভ্যস্থ। কিন্তু ছ’মাসে চারটি হাতির মৃত্যু খুব দুঃখজনক। চিন্তার। আগে একটা হাতি অমের ফোর্টে দিনে দু থেকে তিন বার যেত। ব্যায়াম হত। লকডাউন শুরু হতেই পর্যটক আসা বন্ধ। ওরা দাঁড়িয়ে বসে থেকে মোটা হয়ে যাচ্ছে। অসুস্থ হয়ে পড়ছে।

রাজস্থানের জয়পুরে ঐতিহাসিক অমের ফোর্টের কাছেই হাতিগাঁও।১০০টা হাতি আছে সেখানে। হাতির পিঠে কেল্লায় ওঠা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ।পর্যটক আসা বন্ধ হওয়ায়, রুজিরুটিতেও টান পড়ছে। ফলে হাতিদের খাওয়াতে গিয়ে নাভিঃশ্বাস উঠছে মালিকদের।গ্রামবাসীদের অভিযোগ, হাতিদের খাবারের জন্য বন দফতর প্রতিদিন ৬০০ টাকা করে বরাদ্দ করেছিল। সে টাকাও এখন কমেছে।ফলে হাতিদের নিয়ে বিপাকে হাতিগাঁও।

spot_img

Related articles

দুই মলাটে অলোকের আত্মজীবনী, উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাঁট

প্রকাশিত হল  প্রাক্তন ফুটবলার আলোক মুখোপাধ্যায়ের(Alok Mukherjee) আত্মজীবনী 'লাল কার্ডের বাইরে'।   রবিবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই বই...

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল...

ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার...

উন্নত ভারত তরুণ নেতাদের বার্তালাপ: উন্নত ভারতের জন্য যুব নেতৃত্বের উন্মোচন

ডঃ মনসুখ মাণ্ডভিয়া ভারতের উন্নয়নের ভবিষ্যৎ নির্ধারিত হবে আজকের তরুণদের চিন্তা, কল্পনা ও নেতৃত্বের মধ্য দিয়ে। কীভাবে দেশ দ্রুত...