মঙ্গলবার তৃতীয়বারের জন্য এনসিবি তদন্তকারীদের মুখোমুখি হচ্ছেন রিয়া চক্রবর্তী। রবি ও সোমবার পরপর দুদিন মিলিয়ে এখনও পর্যন্ত ১৪ ঘণ্টার বেশি সময় ধরে জেরা হয়েছে তাঁর। আজ ফের তাঁকে জেরা করবে নারকোটিক কন্ট্রোল ব্যুরো। সূত্রের খবর, সোমবার এনসিবির দ্বিতীয় দিনের জেরায় নিষিদ্ধ মাদক সংক্রান্ত প্রশ্নে বলিউডের কয়েকজন প্রথমসারির অভিনেতা,পরিচালক ও প্রযোজকের নাম তদন্তকারীদের জানিয়েছেন রিয়া চক্রবর্তী। পাশাপাশি প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে গভীরভাবে মাদকাসক্ত বলেও উল্লেখ করেছেন তাঁর বান্ধবী। বলিউডের প্রভাবশালী তারকা মহলে কীভাবে খুল্লামখুল্লা নিষিদ্ধ মাদকের ব্যবহার হয় এবং এই মাদকচক্র কতটা শক্তিশালী সেই বর্ণনাও দিয়েছেন রিয়া। একইসঙ্গে স্বীকার করে নিয়েছেন ভাই শৌভিক চক্রবর্তীর মাধ্যমে সুশান্তের জন্য মাদক সরবরাহের কথা তাঁর গোচরে ছিল।

গতকাল পাঁচ আধিকারিকের সামনে জেরায় রিয়া বলিউডি সুপারস্টার সহ বেশ কয়েকজনের নাম করেছেন, যাদের মধ্যে কয়েকজন মাদক পাচারকারীও আছে। শুধু তার ভাই শৌভিক নয়, রিয়ার সঙ্গেও মাদক পাচারকারীদের নিয়মিত কথা ও যোগাযোগের প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। দ্বিতীয় দিনের জেরায় রিয়া নিজেও তা স্বীকার করে নেন। এনসিবির হাতে গ্রেফতার হওয়া মাদক পাচারকারী বসিত তাদের বাড়িতে এসেছিল বলেও জেরায় জানিয়েছেন রিয়া। সোমবার দ্বিতীয় দফার জেরায় রিয়াকে তাঁর ভাই শৌভিক চক্রবর্তীর মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। ভাইয়ের সঙ্গে মুখোমুখি জেরায় আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেন রিয়া। শৌভিকও কান্নায় ভেঙে পড়েন। নিষিদ্ধ মাদক কেনাবেচা সংক্রান্ত আরও বিস্তারিত সূত্র পেতে এবং বিভিন্ন তথ্যের অসঙ্গতি দূর করতে রিয়াকে বসানো হয় ধৃত স্যামুয়েল মিরান্ডা ও দীপেশ সাবন্তের সঙ্গেও। তারা সকলেই মাদক যোগের বিষয়ে রিয়া চক্রবর্তীর সরাসরি যুক্ত থাকার কথা জানিয়েছেন, যা শেষপর্যন্ত অস্বীকার করতে পারেননি প্রয়াত অভিনেতার বান্ধবী। তবে নিজে নিষিদ্ধ মাদক কখনও ব্যবহার করেননি বলে তদন্তকারীদের ফের জানিয়েছেন রিয়া। বলেছেন, সিগারেট বা মদ ছাড়া অন্য কোনও মাদক কখনও সেবন করেননি।
